গুগলের কর্মীরা কর্মবিরতিতে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০১৮, ০৩:২৩ পিএম

বিশ্বব্যাপী গুগলের সব অফিসের কর্মীরা কর্মবিরতিতে গেছেন। অফিসগুলোর সামনে নেমে এসে তারা প্রতিবাদ করছেন।নারীদের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির ভিতরেই যৌন হয়রানির অভিযোগে নিরব থাকায় এমন আন্দোলনে গেছে কর্মীরা।বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা থেকে আন্দোলনে গিয়ে কর্মীরা বেশকিছু বিষয়ে দাবি দাওয়া পেশ করেছে।
প্রতিষ্ঠানটিতে যেভাবে নারী কর্মীদের যৌন হেনস্থার অভিযোগের মোকাবিলা করা হয়, যেভাবে জোর করে মামলা তোলার চাপ দেওয়া হয় তার বিরুদ্ধেই সোচ্চার হয়েছেন কর্মীরা। এমন কি তাদের দাবি, নারী কর্মরা যেন মামলা করতে পারেন সেই স্বাধীনতাও চান।এ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইও। তিনি কর্মীদের ইমেইল করে তাদের পাশে থাকছেন বলে জানান।ঘটনার সূত্রপাত গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনকে ঘিরে।
প্রতিবেদনে বলা হয়, যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত অ্যান্ড্রয়েডের জনক অ্যান্ডি রুবিনকে গুগল ৯ কোটি ডলারের অবসর ভাতা দিয়েছে। শুধু অ্যান্ডিই নন, এমন অভিযুক্ত প্রায় সব কর্মীকেই গুগল এমন মোটা অংকের ভাতা দিয়ে অবসরে পাঠিয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে প্রতিবেদনে।যদিও রুবিনের তরফ থেকে বিষয়টিকে নিতান্তই অতিরঞ্জন বলে জানানো হয়েছে।তবে ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে গুগল থেকে অন্তত ১৩ প্রকৌশলীসহ ৪৮ জনকে যৌন হয়রানির অভিযোগে বহিষ্কার করা হয়েছে।গতকাল বিশ্বব্যাপী টেক জায়ান্টটির ৭৬ অফিসের হাজারো কর্মী কর্মবিরতিতে যাওয়ার পরিকল্পনা করেন। প্রথমে ২০০ জন গুগল প্রকৌশলী এর প্রতিবাদে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। এরপর বিষয়টি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে জনপ্রিয় এ টেক জায়ান্টের সব অফিসে। পরে বিশ্বব্যাপী অন্তত ৭৬ অফিসের কর্মীরা এই কর্মবিরতি পালন করছেন।অফিসের মধ্যে আন্দোলনের মুখে গুগল যে এই প্রথম পড়ছে তা নয়। এর আগেও পেন্টাগনকে কৃত্রিম বুদ্ধিমত্তার ড্রোন বানিয়ে দেওয়ার ‘মাভেন প্রকল্পের’ বিরুদ্ধেও কর্মীরা ব্যাপক আন্দোলন করে এবং গুগলকে এমন কাজ থেকে সরিয়ে আনে।