মোবাইল হ্যান্ডসেটেরও নিবন্ধন করতে হবে : বিটিআরসি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৯, ০৪:৫৯ পিএম

মোবাইল হ্যান্ডসেট চুরি, অবৈধ আমদানি ও নকল হ্যান্ডসেট বিক্রিও বন্ধে সর্বোপরি মোবাইল ফোন কেন্দ্রিক অপরাধ কমাতে মোবাইলের সিম কার্ডের মত হ্যান্ডসেটও নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।
এ প্রসঙ্গে বিটিআরসি স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ জানান, উদ্দ্যেগটি বাস্তবায়িত হতে অবৈধভাবে আমদানি, চুরি ও নকল হ্যান্ডসেট প্রতিরোধ করা যাবে। গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। মোবাইল ফোনের হিসাব রাখা যাবে। এমনকি সরকারি রাজস্বের ক্ষতি ঠেকানো সম্ভব হবে।
যে সব সেটগুলো উৎপাদিত হচ্ছে বা আমদানি করা হচ্ছে সেগুলোর ১৫ ডিজিটের স্বতন্ত্র আইএমইআই নম্বর নিয়ে একটি বৈধ ফোনের ডাটাবেজ তৈরি করা হবে। ফলে যে সেটটি কিনছেন সেটা বৈধ কিনা তা চেক করতে পারবেন।
দেশের প্রতিটি সক্রিয় সেটকে নিবন্ধনের আওতায় আনার জন্য বিটিআরসি তাদের ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (ইআইআর) খসড়া নির্দেশনা- ইআইআর তৈরি করবে। ইতিমধ্যেই বড় বড় কোম্পানির ইআইআর যাচাই করে বাংলাদেশের জন্য প্রযোজ্য ২৪ পাতার একটি প্রতিবেদন তৈরি করেছে বিটিআরসি। প্রতিবেদনটি যাচাইয়ের জন্য মোবাইল অপারেটরগুলোর কাছে পাঠানো হয়েছে। এতে যদি কোন সংশোধনের প্রয়োজন হয় তা যেন কতিয়ে দেখা হয়।