স্যামসাং আনলো এ৯ প্রো ২০১৯

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৯, ০৪:৩৬ পিএম

দক্ষিণ কোরিয়ায় নিজেদের নতুন আরেকটি ফোন এনেছে ইলেক্ট্রিনিক জায়ান্ট স্যামসাং।গ্যালাক্সি এ৯ প্রো ২০১৯ সংস্করণটি দক্ষিণ কোরিয়ার বিক্রি শুরু হলেও সপ্তাহ খানেকের মধ্যে বিশ্বের অন্যান্য দেশে পৌঁছাবে ডিভাইসটি।ডিভাইসটিতে রয়েছে ৬ দশমিক ৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ইনফিনিটি ও ডিসপ্লে। রয়েছে ২.৫ডি কার্ভ গ্লাস। যার অ্যাসপেক্ট রেশিও ১৯:৫:৯। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর।ফোনটিতে রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যা বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত।গ্যালাক্সি এ৯ প্রো ২০১৯ সংস্করণে রয়েছে তিনটি ক্যামেরা। একটি অ্যাপার্চার এফ/১.৭ মেগাপিক্সেল ক্যামেরা। একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো ২এক্স অপ্টিকাল জুমের ক্যামেরা। আরেকটি ৫ মেগাপিক্সেলের ডেফত ক্যামেরা রয়েছে ফোনটিতে।ফোনটিতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থাকলেও রয়েছে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।অ্যান্ড্রয়েড ওরিও চালিত ফোনটি বিশ্ববাজারে দাম ধরা হয়েছে ৫৪০ মার্কিন ডলার। তিনটি রঙে ফোনটি বিক্রি শুরু হবে ২৮ জানুয়ারি থেকে।