নতুন স্মার্টফোন আনছে ভিভো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৭ পিএম

ভিভো নতুন নতুন স্মার্টফোন আনায় নজর দিয়েছে। গত বছর বিশ্ববাজারে একটা ভালো অবস্থানও তৈরি করে নিয়েছে চীনা প্রতিষ্ঠানটি।এবার ভিভো আরেকটি ফোন আনতে যাচ্ছে বলে খবর বেরিয়েছে। যদিও প্রতিষ্টানটি নতুন ফোন আনার ব্যাপারে মুখে কুলুপ এঁটে আছে। কিন্তু থেমে নেই অন্যান্যরা। তাই অনলাইনে ফাঁস করেছে ‘ভিভো ভি১৫’ নামের ডিভাইসটির ছবি।চীনের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমো চায়নাতে ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, ডিভাইসটিতে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ।
গ্লাস ব্যাককভারযুক্ত ফোনটির ডিজাইনে আনা হয়েছে ভিন্নতা। থাকবে গ্রেডিয়ান রঙ।প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট এবং ৬ গিগাবাইট র্যাম। ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরির পাশাপাশি থাকবে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা।ছবি তোলার জন্য ফোনটির সামনে থাকতে পারে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। যা দিয়ে কম আলোতেও সুন্দর ছবি তোলা সম্ভব হবে। পেছনে মিলবে ৪৮, ৮ এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফাস্ট চার্জিং সুবিধা থাকবে, ফলে দ্রুত চার্জ হবে ফোনটি।
ডিভাইসটিতে কত মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে সে সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি। চলতি মাসেই ডিভাইসটি উন্মোচন হতে পারে। মূল্য হতে পারে ৩৫০ ডলার।