দুটি ফোল্ডেবল ডিভাইসের ফোন আনছে স্যামস্যাং

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০১৯, ০৪:২৯ পিএম

ফোল্ডেবল ডিভাইস বাজারে না আসতেই আরও দুটি ফোল্ডেবল ফোন নিয়ে আসার পরিকল্পনা করছে স্যামসাং।দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি কিছু না জানালেও এ বিষয়ে তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ।
গ্যালাক্সি ফোল্ড বইয়ের মতো খোলা গেলেও বাকি দুটি ফোন খুলতে হবে অন্যভাবে। একটির ডিজাইন হবে হুয়াওয়ে ম্যাট এক্সের মতো। অন্যটির ডিজাইন হবে ক্ল্যামশেলের মতো, যা লম্বালম্বিভাবে খোলা যাবে।
ক্ল্যামশেল ডিজাইনের একটি ফোন নিয়ে মটোরোলাও কাজ করছে। তাদের আসন্ন ফোল্ডেবল ফোন মটোরলা রেজারও লম্বালম্বিভাবে খোলা যাবে। ইতোমধ্যে এ বছরই ফোনটি নিয়ে হাজি হওয়ার ঘোষণা দিয়েছে তারা।স্যামসাংয়ের ডিভাইস দুটি আসবে বছরের শেষে বা সামনের বছরের প্রথম ভাগে।
দুটি ফোল্ডবল ডিভাইস নিয়ে কাজ করার ব্যাপারে ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট ব্রিয়ান মা বলেন, এখনো কেউ জানে না ফোল্ডেবল ফোনের জন্য আদর্শ ডিজাইন কোনটি। পরীক্ষা নিরীক্ষা চালানোর উপযুক্ত সময় এটাই।
ফোল্ডেবল ফোনের মধ্যে অনেকগুলোই ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যর্থ হবে। কিন্তু এর মাধ্যমে স্মার্টফোন কোম্পানিগুলো অনেক কিছু শিখতে পারবে।