এইচডিআর১০ প্লাস প্রযুক্তি আনছে কোয়ালকম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০১৯, ০৫:০২ পিএম

কোয়ালকমের পরবর্তী চিপসেটে এইচডিআর১০ প্লাস প্রযুক্তি থাকার কথা নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ম্যানেজমেন্টের সিনিয়র ডিরেক্টর জাড হিপ।নতুন ৮৬৫ চিপসেটে মিলতে পারে এই সুবিধা। তবে চিপসেটটি স্ন্যাপড্রাগন ৮৬৫ নামেই বাজারে আসবে নাকি অন্য নামে বাজারে আসবে তা নিশ্চিত করেননি হিপ।সর্বপ্রথম ২০১৭ সালে এইচডিআর১০ প্রযুক্তি তৈরি করে স্যামসাং ও অ্যামাজন। এরপর স্যামসাং তৈরি করে এইচডিআর১০ প্লাস স্ট্যান্ডার্ড।কোয়ালকমের চিপসেটটিতে এইচডিআর১০ প্লাস প্রযুক্তি ব্যবহারের ফলে স্মার্টফোন দিয়ে অনেক ভালো রেজুলেশনে ছবি তোলা যাবে।এদিকে, ১২ জিবি এলপিডিডিআর৪এক্স ডির্যাম মডিউলের উৎপাদন শুরু করেছে স্যামসাং। আগামীতে অত্যাধুনিক প্রযুক্তির ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ১২ জিবি র্যাম দেওয়া হবে। র্যামের সক্ষমতা বাড়ার ফলে স্মার্টফোনে কয়েকটি করে ক্যামেরা দেওয়া সম্ভব হবে, এআই প্রযুক্তির ব্যবহারও বাড়ানো যাবে।র্যামটি তৈরি করা হবে এলপিডিডিআর৪এক্স স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে। ২ জিবি এ ডির্যাম চিপগুলো তৈরি করা হবে স্যামসাংয়ের দ্বিতীয় প্রজন্মের ১০ ন্যানোমিটার ক্লাস প্রসেসের উপর ভিত্তি করে। এর ফলে প্রতি সেকেন্ডে ৩৪ দশমিক ১ জিবি গতিতে ডেটা ট্রান্সফার করা সম্ভব হবে।