×

তথ্যপ্রযুক্তি

বাক্কোর নতুন সভাপতি তানভীর ইব্রাহিম, সাধারণ সম্পাদক ফয়সাল আলিম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০ এএম

বাক্কোর নতুন সভাপতি তানভীর ইব্রাহিম, সাধারণ সম্পাদক ফয়সাল আলিম

বাক্কোর নতুন সভাপতি তানভীর ইব্রাহিম ও সাধারণ সম্পাদক ফয়সাল আলিম। ছবি: সংগৃহীত

   

দেশের বিজেন প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও কল সেন্টার খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদত্যাগ করায় কমিটি পুনর্গঠিত হয়েছে। 

বাক্কোর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অটোমেশন সল্যুশন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তানভীর ইব্রাহিম। তিনি সংগঠনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাধারণ সম্পাদক হয়েছেন উইনটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আলিম। গত শনিবার রাতে কার্যনির্বাহী কমিটির ১১০তম বৈঠকে কমিটি পুনর্বিন্যাস করা হয়। গত রবিবার (১৫ সেপ্টেম্বর) বাক্কো নতুন এ নির্বাহী কমিটির ঘোষণা দেয়।

বাক্কোর পদত্যাগী সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, ‘আমি পদত্যাগ করেছি অসুস্থতা ও পারিবারিক কারণে। এ ছাড়া বিদেশের বেশ কিছু কাজ করছে আমার প্রতিষ্ঠান, আর তাই প্রতিষ্ঠানে বেশি সময় দিতে হচ্ছে।’

আরো পড়ুন: মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর তাগিদ দিলেন নাহিদ ইসলাম

গত বৃহস্পতিবার পারিবারিক কারণ দেখিয়ে বাক্কোর সভাপতি ডিজিকন টেকনোলজিস পিএলসির ওয়াহিদ শরীফ পদত্যাগ করেন। এর আগে শারীরিক অসুস্থতার কারণে ৮ সেপ্টেম্বর পদত্যাগ করেন সাধারণ সম্পাদক ফিফোটেকের তৌহিদ হোসেন। তিনি রবিবার মোবাইলফোনে বলেন, ‘গত ৩ জুলাই আমি মস্তিষ্কে রক্তক্ষরণ রোগে আক্রান্ত হই। ১০ জুলাই আমার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকের পরামর্শে আমাকে বিশ্রামে থাকতে হচ্ছে। এই সব বিবেচনা করে পদত্যাগ করেছি।’

নতুন সাধারণ সম্পাদক ফয়সাল আলিম বলেন, ‘আমরা দ্রুত সব সদস্যকে নিয়ে বাক্কোকে রি–ব্র্যান্ডিং করব। তা ছাড়া আমাদের তথ্যপ্রযুক্তি খাত এরই মধ্যে ব্যাপকভাবে বিতর্কিত হয়েছে, যা আমাদের এই খাতের জন্য একটা খারাপ সংবাদ। আমরা তথ্যপ্রযুক্তি খাতের সবাইকে নিয়ে আমাদের খাত এগিয়ে নিয়ে যাব।’

পুনর্গঠিত বাক্কোর নির্বাহী কমিটির ১২ সদস্য হলেন- সভাপতি তানভীর ইব্রাহিম, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আবুল খায়ের (টাইমস এএসএল কল সেন্টার), সহ-সভাপতি তানজিরুল বাশার (মাই আউটসোর্সিং লিমিটেড), সাধারণ সম্পাদক ফয়সাল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মুসনাদ ই আহমেদ (স্কাইটেক সল্যুশন), অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক (ইমপেল সার্ভিস অ্যান্ড সল্যুশন লিমিটেড) এবং পরিচালক আবু দাউদ খান (এনরাউট ইন্টারন্যাশনাল লিমিটেড), ফজলুল হক (নোবেল আইটি সল্যুশন), আবদুল কাদের (ভার্চ্যুয়াল মার্কেট সলিউশন), জায়েদ উদ্দিন আহমেদ (আয়েশা সার্ভিস), মেহদী হাসান জুলফিকার (মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সল্যুশন) ও সায়মা শওকত (এএসকে টেলিকম লিমিটেড)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App