ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার
অ্যানুয়াল এক্সকার্সন ২০২৫ প্রোগ্রাম অনুষ্ঠিত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪১ এএম

অ্যানুয়াল এক্সকার্সন ২০২৫ প্রোগ্রাম অনুষ্ঠিত
বাংলাদেশের ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আয়োজিত হলো বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার্স অ্যালায়েন্স অ্যানুয়াল এক্সকার্সন ২০২৫।
৮ ফেব্রুয়ারি ২০২৫ বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার্স অ্যালায়েন্সের উদ্যোগে এক ব্যতিক্রমী অ্যানুয়াল এক্সকার্সন ২০২৫ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডারদের মধ্যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা এবং সহযোগিতার সুযোগ বৃদ্ধির লক্ষ্যেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
ডোমেইন হোস্টিং প্রোভাইডার্স অ্যালায়েন্স অ্যানুয়াল এক্সকার্সনে উপস্থিত ছিলেন এক্সনহোস্টের সিইও সালেহ আহমেদ, ড্রিমলাইন আইটির সিইও মোর্তুজা আহমেদ, পার্পল আইটির চেয়ারম্যান মাছুমুল হক, মেট্রোভিপিএস এর ইসিও নাগিব মাহফুজ প্লাবন, ঢাকাকোলো এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আতিক আয়মান , বিডিআইএক্স সিটিও ছিলেন সেলিম রেজা, ডটইন্টারনেট থেকে মোঃ রাজিব হোসেন রাজন, হোস্টেএভারের সিটিও খান মাহমুদুল হাসান ছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় ৪০ কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার্স অ্যালায়েন্স অ্যানুয়াল এক্সকার্সন ২০২৫ এ অংশগ্রহণ করেন।
সারাদিন ব্যাপী বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। পূর্বাচল রিসোর্ট ক্লাবে তিনটি দলের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ কারি তিনটি দল যথাক্রমে গটমাইহোস্ট, ড্রিমলাইন আইটি সলিউশন, সুলভ আইটি। ক্রিকেট টুর্নামেন্টে গটমাইহোস্ট চ্যাম্পিয়ান ও ড্রিমলাইন আইটি সলিউশন লিমিটেড রানার্সআপ হয় ।
এছাড়াও উন্মুক্ত আলোচনায় ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে কৌশলগত আলোচনা করেন বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা। ভবিষ্যতে ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির উন্নয়ন, নতুন সম্ভাবনার অনুসন্ধান এবং কোম্পানিগুলোর পারস্পরিক সংযোগ আরও দৃঢ় করতে বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার্স অ্যালায়েন্স স্বতঃস্ফূর্তভাবে ইতিবাচক মতামত এবং পরামর্শ প্রদান করেন।
আলোচনার শুরুতে এক্সনহোস্টের সিইও সালেহ আহমেদ আগত অতিথিবৃন্দদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, "বাংলাদেশের ওয়েব হোস্টিং সার্ভিসের সামনে ব্যাপক সম্ভাবনা রয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এই ধরনের নেটওয়ার্কিং প্রোগ্রাম নতুন ধারণা বিনিময় ও ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির অগ্রগতির সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।"
এছাড়াও অনুষ্ঠানে ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিগণ নিজ নিজ জায়গা থেকে তাঁদের সার্ভিস সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেন, যার মাধ্যমে ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির অপার সম্ভাবনা এবং সামষ্টিক উন্নয়নের অভিপ্রায় প্রতিফলিত হয়।
বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার্স অ্যালায়েন্স অ্যানুয়াল এক্সকার্সন ২০২৫ এ প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিল ঢাকাকোলো গোল্ড স্পন্সর ছিল ডটইন্টারনেট ও স্যাটিসফাইহোস্ট, সিলভার স্পন্সর ছিল বিডিআইএক্স ও হোস্টএভার। টি-শার্ট স্পন্সর হিসেবে ছিল ইওয়াই হোস্ট লিমিটেড।
বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার্স অ্যালায়েন্স অ্যানুয়াল এক্সকার্সন অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল গেমস ইভেন্ট, মধ্যাহ্নভোজন এবং আকর্ষণীয় র্যাফেল ড্র।
দিনব্যাপী আনন্দঘন মুহূর্তের মাধ্যমে বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার্স অ্যালায়েন্স অ্যানুয়াল এক্সকার্সন এই আয়োজন সম্পন্ন হয়। প্রাণবন্ত পরিবেশ, অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস এবং পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় হয়ে ওঠে।ত