হুয়াওয়ের নতুন ট্যাব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ০১:২০ পিএম

বিশ্ব বাজারে ট্যাবের চাহিদা কমেছে। হুয়াওয়ের ট্যাব বিক্রিও কমেছে। কিন্তু তারপরও নতুন ট্যাব বাজারে আনার ঘোষণা দিল চীনের এই এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
হুয়াওয়ে জানিয়েছে, শিগগিরই এম ফাইভ ১০ প্রো মডেলের ট্যাবটি বাজারে আসতে চলেছে।
ধারণা করা হচ্ছে ২৬ ফেব্রুয়ারি থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে হুয়াওয়ে তাদের নতুন এই ট্যাবটি প্রদর্শন করবে।
হুয়াওয়ের নতুন এই ট্যাবটি মেটাল বডি ডিজাইনে তৈরি। এতে থাকছে ৪ জিবি র্যাম।
ট্যাবটির স্ক্রিন টু বডি রেশিও ১৬:১০। এতে ফুল এইচডি রেজুলেশন পাওয়া যাবে।
হোম বাটন সমৃদ্ধ ট্যাবটিতে নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
ফোরজি কানেকটিভিটি সমৃদ্ধ ট্যাবটিতে ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করা হতে পারে।
২৬ ফেব্রুয়ারি ট্যাবটির বিস্তারিত কনফিগারেশন ও দাম জানা যাবে।