বর্ষাকালে কাঠের আসবাবের যত্ন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৮:৪৬ এএম

ছবি : সংগৃহীত
ঘর সাজাতে অনেকেরই পছন্দের এক নম্বর লিস্টে থাকে কাঠের আসবাব। ঘরে সৌন্দর্য বাড়িয়ে তুলতে এ আসবাবের তুলনাই নাই। সূক্ষ্ম নকশা করা কাঠের আসবাব ঘরে আলাদা সৌন্দর্য ছড়িয়ে দেয়। তবে বর্ষার সময়ে কাঠের আসবাবের চাই বাড়তি যত্ন। এই সময় ছত্রাকের উপদ্রব বৃদ্ধি পায়। তাছাড়া বর্ষায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায়। সেই কারণে বর্ষায় কাঠের দায়ে সাদা সাদা দাগছোপও পড়ে যায়। তাই শখ করে কেনা কাঠের আসবাবের যত্ন নিতে কয়েকটি বিষয় মেনে চলতেই হবে।
১. আসবাবের ধুলো পরিষ্কার করতে কখনো ভিজে কাপড় ব্যবহার করবেন না। ভিজে কাপড় দিয়ে কাঠের আসবাব ব্যবহার করলে ছত্রাক জন্মানোর প্রবণতা বেড়ে যায়।
২. বর্ষায় কাঠে পোকা ধরার ঝুঁকি থাকে। অনেকেই তাই কাঠের আসবাব তার্পিন তেল দিয়ে পরিষ্কার করেন। তবে বর্ষায় বেশি তেল ব্যবহার করে কাঠ মুছবেন না। তাতে কাঠের ক্ষতি হতে পারে। এই ধরনের সমস্যা আটকাতে কিছু স্প্রে মোম পাওয়া যায়। সেগুলো ব্যবহার করতে পারেন।
৩. প্রতিদিন এক বার করে কাঠের আসবাবগুলো ভালো করে মুছে নিন। আসবাবের উপর বর্ষাকালে বেশি ধুলো জমতে দেবেন না। ধুলো বাতাসের জলীয় বাষ্প টেনে আনে। তার ফলে কাঠের আসবাবের গায়ে দাগছোপ পড়ে যেতে পারে।
৪. কাঠের আসবাব ভালো রাখতে বছরে একবার বার্নিশ করতে পারেন। কিংবা চায়ের লিকারের প্রলেপও খুব কার্যকরী। কীভাবে করবেন? চিনি ছাড়া কড়া চায়ের লিকার তৈরি করুন। এবার তাতে সামান্য ভিনেগার মেশান। এবার সেটা দিয়ে ফার্নিচারের যে অংশে ছত্রাক ধরেছে, সেখানটা পরিষ্কার করুন।
৫. আর্দ্রতা শোষণের জন্য কর্পূর বা ন্যাপথলিন খুব উপকারী। বর্ষাকালে আসবাবের কোণে কর্পূরের থলে কিংবা ন্যাপথলিন রাখুন। এতে আর্দ্রতা শোষণের পাশাপাশি পোকামাকড়ও দূরে থাকে।
৬. মেঝে সবসময়ে শুকনো রাখুন। ভেজা মেঝে ঘরের পরিবেশকে আরো আর্দ্র করে। এতে কাঠের আসবাবপত্রের ক্ষতি হয়। তাই ঘর মুছলেই ফ্যান চালিয়ে শুকিয়ে নিন।
আরো পড়ুন : স্মৃতিশক্তি প্রখর রাখবে যেসব খাবার