×

টিপস

ঘরের দুর্গন্ধ দূর হবে যে উপায়ে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১২:১৫ পিএম

ঘরের দুর্গন্ধ দূর হবে যে উপায়ে

ছবি : সংগৃহীত

   

বর্ষাকালে রোদ-বৃষ্টির খেলায় মেতে থাকে প্রকৃতি। এমন দিনে ঘরের গুমোট ভাব দূর করা কঠিন হয়ে পড়ে। ঘরবাড়ি বন্ধ থাকলে গুমট ভাবের পাশাপাশি ভাপসা গন্ধ ছড়ায়। ছাদে কিংবা বারান্দায় পুরোপুরি রোদ না পাওয়ায়- ভেজা কাপড়গুলো পুরো ঘরে মেলে দেয়ার উপায় খুঁজতে হয়। সেগুলো থেকে গন্ধ ছড়িয়ে পড়ে পুরো ঘরে। ঘরের দুর্গন্ধ দূর করতে পারে সুগন্ধি মোমবাতি। নিজের হাতে বানিয়ে নিতে পারেন সুগন্ধি মোমবাতি। ঘরের কোনে সুগন্ধি মোমবাতি জ্বালিয়ে রাখলে পুরো ঘরে সেই ঘ্রাণ ছড়িয়ে পড়বে। সুগন্ধি মোমবাতি বানানোর জন্য যা করতে হবে—

প্রথমে একটি কাচের পাত্র জোগাড় করুন। পাত্রে যে পরিমাণে মোম ধরবে তার দ্বিগুণ পরিমাণ মোম নিন। এবার একটি পাত্রে পানি গরম করে নিন। আরেকটি বাটিতে পরিমাণ মতো মোম নিন। ও বাটিটা গরম পানির পাত্রের ওপর রাখুন। এখন চুলার আঁচ বাড়িয়ে দিন, যাতে মোম গলে যেতে শুরু করে। দেখুন মোমটা গলতে শুরু করেছে। এবার বার বার বাটির মোম নাড়তে থাকুন। এতে মোম জমাট হতে পারেব না বরং পুরোপুরি গলে যাবে।

আরো পড়ুন : বর্ষাকালে কাঠের আসবাবের যত্ন

পুরোপুরি গলে গেলে পছন্দ মতো সুগন্ধি তেল গলে যাওয়া মোমের সঙ্গে মিশিয়ে নিন। আবারো মিশ্রণটি নাড়তে থাকুন। যেন তেল আর মোম ভালোভাবে মিশে যায়। এবার একটি পাত্রে মোম ঢালতে হবে। তার আগে ওই পাত্রে সলতে লাগিয়ে নিন। সলতের কোনো একটি দিক কিছু সময়ের জন্য গলানো মোমের মধ্যে রাখুন।

সলতের আরেকটি প্রান্ত বাইরে রাখুন। এবার ওই পাত্রে মোমের তরল আস্তে আস্তে ঢেলে দিন। এ সময় সলতেটি সোজ করে ধরে রাখতে হবে। মোম ঢালা হয়ে গেলে পাত্রটি চার ঘণ্টা একই রকম ভাবে রেখে দিন। 

সুগন্ধি মোমবাতি জ্বেলে ঘরের এক কোনায় রেখে দিলে আস্তে আস্তে সেই ঘ্রাণ পুরো ঘরে ছড়িয়ে পড়বে। দূর হয়ে যাবে ঘরে দুর্গন্ধ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App