বিপর্যস্তদের পাশে আল্লু অর্জুন

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আল্লু অর্জুন
প্রবল বর্ষণে বিধ্বস্ত কেরালার ওয়েনাড়। গত ৩০ জুলাই ভোররাতে ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় ভূমিধস হয়। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জেলার মেপ্পাডি, মুন্ডাকাই এবং চুরাল মালা এবং নুলপুঝা গ্রাম। ঠিক কত মানষের মৃত্যু হয়েছে, তার সঠিক হিসাব নেই এখনো। বহু মানুষ এখনো নিখোঁজ। দক্ষিণ ভারতীয় অভিনেতারা একের পর এক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কেরালা সরকারের দিকে।
এবার সেই তালিকায় যুক্ত হলো আল্লু অর্জুনের নাম। গতকাল দুপুরে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন তেলুগু তারকা। তিনি লেখেন, ‘ওয়েনাড়ের সাম্প্রতিক ভূমিধসের কারণে হওয়া বিপর্যয়ে আমি গভীরভাবে মর্মাহত। কেরালা থেকে আমি সব সময় ভালোবাসা পেয়েছি। সামান্য সাহায্য হিসেবে ২৫ লাখ টাকা দান করতে চাই কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে, পুনর্বাসনের জন্য।’
একই সঙ্গে আল্লু লিখেছেন, তিনি এই সময় কেরালাবাসীর জন্য সুরক্ষা ও সক্ষমতা প্রার্থনা করছেন। এর আগেও বহু তারকা ওয়েনাড়ের ঘটনায় দান করেছেন। মালয়ালাম তারকা জুটি ফাহাদ ফাসিল ও নাজরিয়া নাজিম একত্রে ২৫ লাখ টাকা দিয়েছেন।
তারা লিখেছেন, ‘মুখ্যমন্ত্রীর ত্রাণে আমরা ২৫ লাখ টাকা দিচ্ছি। আশা করছি, এই বিপর্যয়ে যাদের অর্থের প্রয়োজন, তারা কিছুটা সাহায্য পাবেন। আমরা একসঙ্গে এই লড়াই জয় করব।’ তামিল অভিনেতা বিক্রমও বিপর্যস্তদের জন্য ২০ লাখ টাকা দান করেছেন।