বিচ্ছেদ নাকি সিনেমার প্রোমোশন!

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

শ্রদ্ধা কাপুর
প্রেমিক রাহুল মোদির সঙ্গে ব্রেকআপ করেছেন শ্রদ্ধা কাপুর? স্ত্রী অভিনেত্রী রাহুলকে ইনস্টাগ্রামে আনফলো করার পর এই প্রশ্ন সবার মনে। শুধু রাহুল নয়, তিনি রাহুলের বোন, তার প্রোডাকশন হাউস এবং তার কুকুরের অ্যাকাউন্টও আনফলো করেছেন। এদিকে অভিনেত্রীর অ্যাকাউন্ট অনুসরণ করে চলেছেন রাহুল। এর ফলে ভক্তদের মনে প্রশ্ন, আদৌ বিচ্ছেদ হয়েছে, নাকি এসব স্ত্রী ২-এর প্রোমোশন?
সম্প্রতি একজন রেডডিট ব্যবহারকারী শ্রদ্ধা কাপুরের সাম্প্রতিক ইনস্টাগ্রাম কার্যকলাপ লক্ষ্য করেছেন, সম্ভাব্য ব্রেকআপ সম্পর্কে জল্পনা উত্থাপন করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক করার মাসখানেক কাটতে না কাটতেই, শ্রদ্ধা রাহুলকে আনফলো করা সবার নজর কেড়েছে। একজন রেডডিটর লিখেছেন, ‘কুকুরকে অনুসরণ না করা একটু বেশিই হয়ে গেল।’ আরেকজন যোগ করেন, ‘ওরা তো সবে অফিসিয়াল করেছিল।
এর মধ্যে কী হয়ে গেল! স্ত্রী ২-এর যথেষ্ট হাইপ আছে, এসব করার কী দরকার!’ তৃতীয়জন লেখেন, ‘আমার অনুমান এসবই স্ত্রী ২-এর জন্য।’ রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধা তার সম্পর্ককে ইনস্টাগ্রাম অফিসিয়াল করার প্রায় এক মাস পরে এটি এলো। এই বছরের শুরুতেই শ্রদ্ধা আর রাহুলের ডেটিংয়ের গুজব ছড়িয়েছিল। এই গ্রীষ্মে একটি বিয়েসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছে। শোনা যায়, ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এ কাজ করার সময় ঘনিষ্ঠতা বাড়ে দুজনের। তারপর থেকে বেশ কিছুদিন ধরেই ডেটিং করছেন দুজনে। জুন মাসে দুজনে জুটিতে একটি ছবি শেয়ার করেন।
যেখানে শ্রদ্ধা ও রাহুলকে সাদা পোশাকে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছিল। শ্রদ্ধা রাহুলের হাত ধরে হাসছেন। ক্যাপশনে শ্রদ্ধা লিখেছিলেন, ‘দিল রাখ লে, নিন্দ তো ওয়াপাস দে ইয়ার (আমার হৃদয় কেড়ে নাও, অন্তত আমার ঘুমটা ফিরিয়ে দাও)।’ সঙ্গে হাসি মুখ আর লাল হৃদয়ের ইমোটিকন। কদিন আগে স্ত্রীর প্রোমোশনে বিয়ে নিয়ে প্রশ্ন এলে, শ্রদ্ধা বলে ওঠেন, ‘ও স্ত্রী, ওর যখন বিয়ে করতে ইচ্ছে হবে, তখনই করবে।’ আর অভিনেত্রীর মুখে এমন কথা শুনে, অনেকেই হেসে ফেলেন।