বক্স অফিসে ফ্লপ অজয় টাবুর প্রেম

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
গত ২ আগস্ট মুক্তি পেয়েছে অজয়-টাবুর ‘অরো মে কাহা দম থা’ ছবিটি। দীর্ঘদিন পর পুরোপুরি রোমান্টিক নায়ক হয়ে পর্দায় এলেন অজয়। কিন্তু বক্স অফিসে জমল না অজয়-টাবুর প্রেম। সাচনিল্কের সূত্রে জানা গেছে, সোমবার টেনেটুনে এক কোটি রুপি আয় করেছে ছবিটি। চারদিনে ছবিটির আয় হয়েছে ৭.৭৫ কোটি রুপি।
নীরজ পান্ডে পরিচালিত ছবি ‘অরো মে কাহা দম থা’ ছবিতে এক জুটির প্রেমের গল্প বলা হয়েছে, যে প্রেম সামাজিকভাবে পরিণতি না পেলেও ২৩ বছর ধরে বেঁচে থাকে এবং আরো ২৩, ১০০ বা হাজার বছর বেঁচে থাকার প্রতিশ্রæতি দেয়। ছবির গল্প বেশ সহজ-সরল, স্পষ্ট। এই ছবিতে অজয় ও টাবু ছাড়াও আছেন শান্তনু মহেশ্বরী ও সাই মঞ্জরেকার।
প্রেমিক-প্রেমিকা কৃষ্ণ ও বসুধা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে। তাদের সম্পর্ক নিয়ে তাদের বাড়িতেও কোনো সমস্যা নেই। কৃষ্ণের বিদেশে চাকরির প্রস্তাব আসে, সে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে বিদেশ থেকে ফিরে এসে বিয়ে করবে। এ সময় একদিন রাতে বসুধাকে তিন জন ছেলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে, যাদের মধ্যে দুজন খুন হয়ে যায়।
কে মারল ওদের? কে সেই আততায়ী? এখানেই ছবিটির মূল গল্পের প্রেক্ষাপট। যেখান থেকে গল্প একটু একটু করে শেষ দৃশ্যের দিকে এগিয়ে চলে।