×

বিনোদন

দর্শকদের ভালোবাসা চাইলেন দীপিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দর্শকদের ভালোবাসা চাইলেন দীপিকা

দীপিকা পাড়ুকোন

   

হুট করে সোশ্যাল মিডিয়ার এসে ‘কল্কি ২৮৯৮’ ব্লকবাস্টার হওয়ার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় হিন্দি সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোন। সেইসঙ্গে দর্শকদের কাছ থেকে আরো ভালোবাসা চেয়েছেন এই নায়িকা। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, আগামী মাসেই পৃথিবীতে আসতে চলেছে দীপিকা ও রণবীর সিংয়ের সন্তান। এই সময়ে তাই কাজকর্ম ছেড়ে বাড়িতেই বিশ্রামে আছেন দীপিকা। এই ফাঁকা সময়ে অনুরাগীদের সঙ্গে দেখা করলেন দীপিকা, তবে সোশ্যাল মিডিয়ায়।

এক্সে অনলাইন চ্যাটে এসে দীপিকা বলেন, ‘কল্কি পছন্দ করার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসার জন্যই কঠোর পরিশ্রম করেছে গোটা টিম। ভবিষ্যতে আরো ভালোবাসা চাই।’

অনুরাগীরাও দীপিকাকে পেয়ে আপ্লুত। নায়িকাকে শুভেচ্ছা জানিয়ে কেউ কেউ বলেছেন দীপিকার দেখা পেয়ে দিনটি তাদের দারুণ গেছে। ৬০০ কোটি রুপির বাজেটের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি গত ২৭ জুন মুক্তির পর ৫ দিনের মধ্যেই লগ্নির টাকা তুলে ফেলেছিল। এখনো ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের হলে দর্শক ধরে রেখেছে সিনেমাটি।

নাগা অশ্বিন পরিচালিত সায়েন্সফিকশনধর্মী ‘কল্কি’ সিনেমায় প্রথমবারের মতো দক্ষিণের তারকা প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা। এতে পৌরাণিক চরিত্র ‘কল্কি’র ভূমিকায় পর্দায় এসেছেন প্রভাস। আর দীপিকা অভিনয় করেছেন ‘পদ্মা’ নামের চরিত্রে।

অভিনয় করেছেন বলিউডের মেগাতারকা অমিতাভ বচ্চন এবং দক্ষিণের কমল হাসানের মতো বাঘা বাঘা অভিনেতারা।

মৃণাল ঠাকুর, দুলকার সালমান, বিজয় দেবরাকোন্ডার মতো জনপ্রিয় অভিনয় শিল্পীরাও কাজ করেছেন এ সিনেমায়। আর খল চরিত্রে প্রশংসা কুড়িয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে শিগগিরই এই সিনেমার সিক্যুয়েল বানাতে দলবল নিয়ে কাজে নামবেন পরিচালক। তবে দ্বিতীয় কিস্তিতে দীপিকা নাও থাকতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App