স্বামীর সঙ্গে দূরত্ব পরিণীতির

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া
গত সেপ্টেম্বরে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। আর জুলাই মাসেই ঘর ভাঙতে চলেছে পরিণীতির। গতকাল বুধবার সকালে সমাজমাধ্যমে পরিণীতি জানিয়েছেন, তার সঙ্গে এই মুহূর্তে দূরত্ব রয়েছে স্বামীর। এই মুহূর্তে পরিণীতি রয়েছেন লন্ডনে। তার স্বামী রাঘব চাড্ডা ভারতে। সংসদে চলছে বাদল অধিবেশন।
আপ সাংসদ রাঘব ব্যস্ত সেখানেই। সরাসরি অধিবেশনের দিকে নজর রেখেছেন পরিণীতি। রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে সক্রিয় রাঘবের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। এদিন ইনস্টাগ্রামে পরিণীতি একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই দেখা গিয়েছে, বাড়িতে অবসর যাপন করছেন, কোলে একটি ট্যাব। সেখানেই রাজ্যসভার অধিবেশন সরাসরি দেখছেন তিনি। বক্তব্য রাখছেন সাংসদ রাঘব চাড্ডা।
এর আগে পরিণীতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। নিজের ভিডিওর সঙ্গে লিখেছিলেন, ‘নিজের মানসিকতার সঙ্গে মেলে, এমন মানুষ খুঁজে নিন। বিষাক্ত মানুষদের জীবন থেকে ছেঁটে ফেলতে ভয় পাবেন না।’ এর পরই শুরু হয় জল্পনা, তবে কি বিয়ে ভাঙতে চাইছেন? অনেক অনুরাগীও জিজ্ঞেস করেছিলেন, ‘সব ঠিক আছে তো?’ এদিন পরিণীতি বলেছেন, ‘বহু দূর থেকে তাকে সরাসরি দেখার এটাই একমাত্র উপায়।’