দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী কনি চিউমের প্রয়াণ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা কনি চিউমে
প্রয়াত দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা কনি চিউমে। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ‘ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার’ এবং বিয়ন্সের ‘ব্ল্যাক ইজ কিং’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের গার্ডেন সিটি হাসপাতালে মারা গেছেন চিউমে।
তার পরিবারের সদস্যরা ইনস্টাগ্রামে মৃত্যুর খবরটি জানিয়েছেন। মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। পরিবারের তরফ থেকে দেয়া বিবৃতিতে লেখা হয়েছে, ‘দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে আন্তর্জাতিকভাবে প্রশংসিত পুরস্কার বিজয়ী অভিনেত্রী কনি চিউমে আর নেই।’
আরো লেখা হয়েছে, ‘পরিবারের এই কঠিন সময়ে আমাদের গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করছি। বিস্তারিত জানানো হবে।’ কনি চিউমে চার সন্তান রেখে গেছেন। তিনি ১৯৮৫ থেকে ২০০৪ পর্যন্ত বৈবাহিক সম্পর্কে ছিলেন। এরপর তার বিচ্ছেদ হয়ে যায়।