×

বিনোদন

আমরা তোমার সঙ্গে আছি, রাহুলকে অর্ণব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমরা তোমার সঙ্গে আছি, রাহুলকে অর্ণব

শায়ান চৌধুরী অর্ণব ও রাহুল আনন্দ

   

ব্যান্ড দল ‘জলের গান’র দলনেতা রাহুল আনন্দের বাড়ি ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গায়ক শায়ান চৌধুরী অর্ণব। ফেসবুকে পোস্ট দিয়ে অর্ণব তার সহশিল্পীর প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, ‘মেনে নিতে পারছি না। আমি সত্যি দুঃখিত! আমরা সবাই তোমার সঙ্গে আছি রাহুল।’

আগুনে রাহুলের নিজের হাতে বানানো তিন শতাধিক বাদ্যযন্ত্র পুড়ে যাওয়ার ঘটনায় আক্ষেপ প্রকাশ করে অর্ণব লিখেছেন, ‘খাল কেটে এখন কোন কুমির আসবে।’

ধানমন্ডির ৩২ নম্বরের পাশেই একটি বাড়িতে থাকতেন রাহুল আনন্দ। গানের অফিশিয়াল স্টুডিও হিসেবেও ব্যবহৃত হত ওই বাড়িটি। দলগত সংগীতচর্চা থেকে শুরু করে সব স্টুডিও ওয়ার্ক-রেকর্ডিং, মিক্সিং, এডিটিং এখানেই হত। সোমবার দুর্বৃত্তরা তার সেই বাড়িটিও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। বাদ্যযন্ত্র পুড়ে যাওয়ার পাশাপাশি লুট হয়েছে বাড়ির মালামালও। এই ঘটনায় স্ত্রী উর্মিলা শুক্লা ও ১৩ বছরের পুত্রকে নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বের হতে হয়েছে রাহুলকে।

জলের গানের মূল ভোকালিস্ট রাহুল গণমাধ্যমে বলেন,“কিছু ছেলেপেলে এসে আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলল, তাদের বললাম, আমি তো তোমাদের জন্যই গান করি। এই আন্দোলনেরও সমর্থক ছিলাম। তবুও আমার বাড়িতে কেন হামলা করছ? তারা বলল, ‘আপনারা বের হয়ে যান, না হলে বিপদ হবে’। পরে আমরা বেরিয়ে চলে আসি।”

গণ আন্দোলনে নেমেছিলেন রাহুলও তবে ছাত্র-জনতার বিজয়ের পর সহিংসতা থেকে রক্ষা পেলেন না তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App