বাড়তি নিরাপত্তা চাইলেন কঙ্গনা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’ ছবি প্রথমদিন থেকেই আলোচনার কেন্দ্রে। সিনেমার নাম এবং কঙ্গনার লুক বলে দিচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের বেশ কিছু অংশসহ অন্তিম পর্ব দেখানো হবে। এখানেই আপত্তি ভারতের শিখ স¤প্রদায়ের। বিজেপির সাংসদ কঙ্গনার অভিযোগ, তিনি ছবি বাতিলের হমকি পাচ্ছেন। একই সঙ্গে খুনের হুমকিও পাচ্ছেন তিনি।
ইতোমধ্যেই কঙ্গনা মহারাষ্ট্র, পঞ্জাব এবং হিমাচল প্রদেশের প্রশাসনের কাছে তার বাড়তি নিরাপত্তার আবেদন জানিয়েছেন। তার মতে, প্রচারে বেরিয়ে যে কোনো সময় তিনি হামলার মুখোমুখি হতে পারেন, এমনই হুমকি দেয়া হয়েছে তাঁকে। তাই তিনি বাড়তি নিরাপত্তা চাইছেন। শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি হরজিন্দর সিং ধামি ইতোমধ্যেই আওয়াজ তুলেছেন, নায়িকা ছবিতে ভুল চিত্রায়ন করতে চলেছেন।
ছবি প্রদর্শনের বিরোধিতা করছেন তিনি। এখানেই শেষ নয়। স্যোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা গিছে, পাঞ্জাবের প্রভাবশালী ভিকি থমাস সিংহ কঙ্গনাকে সরাসরি বলেছেন, ‘ইতিহাস বদলানো যায় না। যদি ছবিতে শিখদের সন্ত্রাসবাদী হিসেবে দেখানো হয়, তা হলে মনে রাখতে হবে যাঁকে নিয়ে এই ছবি তাঁর অন্তিম দশা কী হয়েছিল। মনে রাখবেন, সতবন্ত সিংহ এবং বিয়ন্ত সিংহ কে ছিলেন। আমাদের দিকে আঙুল তুললে সেই আঙুল আমরা ভেঙে দিই।’
একই ভিডিওতে শিখ স¤প্রদায়ের আরো এক ব্যক্তি কঙ্গনাকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালিগালাজ করেন। ভিডিও প্রকাশে আসার পর বেশ নায়িকার ভক্তরা কঙ্গনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আসছে ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে কঙ্গনা রানাউত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ছবি ‘ইমার্জেন্সি’ সিনেমা।