নার্স খুনের রহস্য উন্মোচন হবে আজ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

‘একটি খোলা জানালা’ সিনেমার একটি দৃশ্য
গত ১৮ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল ভিকি জাহেদের ‘একটি খোলা জানালা’। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে ছবিটির মুক্তি স্থগিত করে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। এরপর নতুন সরকার গঠনের পরও মুক্তির সম্ভাবনা তৈরি হয়। কিন্তু এসে পড়ল ভয়াল বন্যা। বিপ্লব ও বন্যার টানা ধকল সামলে দেশ এখন স্থিরতার পথে। সেই সুবাদে ভিকি জাহেদও নিজের বন্ধ থাকা জানালাটা খুলে দেয়ার সিদ্ধান্ত নিলেন।
এর মধ্যে বিঞ্জ কর্তৃপক্ষ ট্রেলার প্রকাশ করে জানায় মুক্তির তারিখ। বলা হয় ৪ সেপ্টেম্বর ছবিটি উন্মুক্ত হচ্ছে বিঞ্জ অ্যাপ-এ। সাইকো থ্রিলার ঘরানার এই ছোট্ট ছবিটির অন্যতম দুই চরিত্রে অভিনয় করেছেন সালাহ খানম নাদিয়া ও তাসনিয়া ফারিণ। দুজনের চরিত্রই নার্সের। গল্পের শুরুটা হবে কেশবগঞ্জ নামের এলাকায় একের পর এক নার্স খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রশ্ন উঠছে, বেছে বেছে কেন নার্সদের খুন করা হচ্ছে, কারা করছে? স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন ভিকি জাহেদ। ইতোমধ্যে সিরিজ ও টিভি নাটকে পরিচিতি পেয়েছেন তিনি। ‘একটি খোলা জানালা’ দিয়ে আবারো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন নির্মাতা ভিকি।
গণমাধ্যমে ভিকি জাহেদ বলেন, ‘এটি মূলত নিরীক্ষাধর্মী কাজ। ক্যারিয়ার শুরু করেছি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে। অনেকদিন পর আবারো ফিরলাম সেখানে। আশা করছি আগের মতোই দর্শকরা সাড়া দেবেন।’
এদিকে কাজটি প্রসঙ্গে তাসনিয়া ফারিণের বক্তব্য এমন, ‘সাইকো থ্রিলার ঘরানার গল্প আমার বরাবরই ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই কাজটি করা।’