মেয়েকে নিয়ে বচ্চন পরিবারে ফিরলেন ঐশ্বরিয়া

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ঐশ্বরিয়া ও আরাধ্য
অভিষেক বচ্চন এবং বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার বিচ্ছেদের জল্পনা অনেক দিন ধরেই চলছে। কিছুদিন আগে রটে যায় যে দুজনের মধ্যে বিচ্ছেদের বিষয়টি চরমে পৌঁছেছে। শোনা যায় জয়া বচ্চন এবং ননদের সঙ্গে সমস্যায় নাকি শ্বশুরবাড়ি টিকতে পারেননি নায়িকা।
তবে এসব নিয়ে দু’পক্ষই চুপ। তবে এবার সেই বাড়িতে ফের পা রাখলেন ঐশ্বরিয়া। দীর্ঘদিন পর গত সোমবার অমিতাভ বচ্চনের বাসভবন জলসায় গিয়েছেন ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্য। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল।
ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির বাইরে গাড়ি থেকে নামছেন ঐশ্বরিয়া ও আরাধ্য। স্কুল ইউনিফর্মে দেখা গেছে আরাধ্যকে। ঐশ্বরিয়া পরেছেন সবুজ রঙের পোশাক। মা-মেয়ে জলসার বাইরে দাঁড়িয়ে থাকা ফটোগ্রাফারদের ক্যামেরায় পোজ দেননি। ঐশ্বরিয়াকে বিষণ্ন দেখাচ্ছিল।
তড়িঘড়ি করেই তারা বাড়ির ভেতরে ঢুকে গেছেন। ভিডিও প্রকাশ হতেই ভক্তদের মনে প্রশ্ন, তবে কি মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরলেন অভিনেত্রী?
উল্লেখ্য, ২০০৭ সালে ঐশ্বরিয়াকে বিয়ে করেন অভিষেক। ২০১১ সালে তাদের কন্যাসন্তান আরাধ্যর জন্ম হয়।