বাউল সম্রাটের মৃত্যুবার্ষিকী আজ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি বাউল সম্রাট শাহ আবদুল করিম
একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন শাহ আবদুল করিম। দিবসটি উপলক্ষে শাহ আবদুল করিম পরিষদের আয়োজনে বাউল সম্রাটের নিজ বাড়ি দিরাই উপজেলার উজানধল গ্রামে ‘দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী এই অনুষ্ঠানে সবার দোয়া ও উপস্থিতি কামনা করেছেন শাহ আবদুল করিমের ছেলে বাউল শাহ নূর। শাহ আব্দুল করিমের অসংখ্য কালজয়ী গানের মধ্যে রয়েছে- ‘বসন্ত বাতাসে সই গো’, ‘বন্ধুরে কই পাব সখী গো’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’, ‘আমি বাংলা মায়ের ছেলে’, ‘বন্ধে মায়া লাগাইছে, দিওয়ানা বানাইছে’, ‘গাড়ি চলে না চলে না রে’, ‘তুমি আমার আমি তোমার’, ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু’, ‘তুমি বিনে আকুল পরান’, ‘তুমি মানুষ আমি মানুষ’, ‘আসি বলে গেল বন্ধু আইল না’।
১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ভাটি অঞ্চলে জন্মগ্রহণ করেন বাউল সম্রাট শাহ আবদুল করিম। দারিদ্র্যের সঙ্গে আজন্ম যুদ্ধ ছিল তার। কৃষি কাজের পাশাপাশি রচনা করেন কালজয়ী সব লোকগান। সমাজের নানা কুসংস্কার, সাম্প্রদায়িকতা, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সুরে সুরেই প্রতিবাদ জানিয়েছেন তার জীবদ্দশায়। শাহ আবদুল করিম জীবনভর তার গানে অবহেলিত-বঞ্চিত মানুষের মুক্তির কথা বলে গেছেন।
তার গানে যেমন প্রেম-বিরহ ছিল, তেমনি ছিল খেটে-খাওয়া মানুষের কথা। একই সঙ্গে আধ্যাত্মিক ভাবনাও রয়েছে তার সৃষ্টিকর্মের বিশাল অংশজুড়ে। বাংলা সংস্কৃতিতে অসামান্য অবদান রাখায় পেয়েছেন একুশে পদক, শিল্পকলা একাডেমি পদক, জাতিসংঘের সম্মাননা, লেবাক অ্যাওয়ার্ডসহ নানা সম্মাননা।