নতুন রিয়েলিটি শো ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট’

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন রিয়েলিটি শো ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট’
ঢাকায় প্রথমবারের মতো শুরু হচ্ছে ভিন্ন মাত্রার প্রতিযোগিতা ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট’। যেখান থেকে নির্বাচিত ১০ জন প্রতিযোগীকে পাঠানো হবে ভারতের মিস এশিয়া, কম্বোডিয়ার মিস গেøাবাল, যুক্তরাষ্ট্রের রয়্যাল ইন্টারন্যাশনাল মিস, কসোভোর মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড, দক্ষিণ আফ্রিকার মিস কালচার গেøাবাল, থাইল্যান্ডের মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল-এর মতো বৈশ্বিক প্রতিযোগিতায়।
গতকাল ১৭ সেপ্টেম্বর রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান আয়োজক প্রতিষ্ঠান মিস বাংলাদেশ অর্গানাইজেশন এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম। এসময় উপস্থিত ছিলেন ড. তাসীন আফরীন ডায়ানা, পরিচালক, মিস বাংলাদেশ অর্গানাইজেশন এবং ফাউন্ডেশন; তাহরিন জেরিন, আইনি উপদেষ্টা, মিস বাংলাদেশ অর্গানাইজেশন এবং ফাউন্ডেশন; নাজিম ফারহান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, মিস বাংলাদেশ অর্গানাইজেশন এবং ফাউন্ডেশন; সরকার মাসুদ হাসান, সিনিয়র কনসালট্যান্ট, নর্থব্রুক কনসালট্যান্টস লিমিটেড; তাসিক আহমেদ, উপদেষ্টা, অনুষ্ঠান ও স¤প্রচার, এটিএন বাংলা; আনিসুর রহমান, পরিচালক, এটিএন এমসিএল ও এটিএন এডুকেশন; সোহেল এ চাকলাদার (ডিউক), সিইও, ট্রিলজি এবং মিস ক্যারেন জংম্যান, হোটেল ম্যানেজার, লে মেরিডিয়ান ঢাকা।
আয়োজকরা জানান, এই আয়োজনের লক্ষ্য হলো সৌন্দর্য প্রতিযোগিতা বিনোদন শিল্পকে একটি কার্যকর ভিত (হাতিয়ার) হিসেবে ব্যবহার করে বাংলাদেশের ভাবমূর্তি পুননির্মাণ ও পুনর্গঠনের প্রচেষ্টা করা। এতে ১০ জন যোগ্য বাংলাদেশী নারীকে গেøাবাল গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করা হবে, যারা একসাথে কাজ করবে এবং ৫টি মহাদেশের ১০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। প্রতিযোগিতার বিজয়ীকে ‘মিস বাংলাদেশ-আর্থ’ উপাধি প্রদান করা হবে এবং তিনি ফিলিপাইনে অনুষ্ঠিত ২৪তম মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নেবেন। মিস বাংলাদেশ বিউটি পেজেন্টের অডিশন অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর এটিএন বাংলা বিএফডিসি স্টুডিওতে এবং গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর লে মেরিডিয়ান ঢাকায়।
িি.িসরংংনধহমষধফবংয.পড়স ওয়েবসাইটের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহী নারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়া ২৮ সেপ্টেম্বর শেষ হবে। ১৮ থেকে ২৭ বছর বয়সের অবিবাহিত বাংলাদেশী নারীরা, উচ্চতা, ওজন বা গায়ের রঙ নির্বিশেষে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেঘনা আলম বলেন, ‘মিস বাংলাদেশ পেজেন্টে অন্তরের সৌন্দর্যে পরিপূর্ণ, বুদ্ধিমতী, মার্জিত, প্রতিভাবান ও আত্মবিশ্বাসী নারীদের একটি সমাহার থাকবে। এই আয়োজনের মূলমন্ত্র হলো- বিশ্বব্যাপী বাংলাদেশের পুনর্গঠন ও পুননির্মাণ। শীর্ষ ১০ জন নারী এক বছরের মিশনে বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করবেন, সচেতনতা তৈরি করতে ও তহবিল সংগ্রহ করতে সাহায্য করবেন। বিভিন্ন কূটনৈতিক, সিভিল সোসাইটি সংগঠন ও সরকারী প্রতিনিধিদের সাথেও কাজ করবেন তারা।’
আয়োজকদের সূত্রে জানা গেছে, মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে একজন ‘মিস প্যালেস্টাইন’ উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। যিনি বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করবেন এবং বিজয়ীদের মুকুট পরাতে সহায়তা করবেন।