শাহরুখ সালমান যুগলবন্দি

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

শাহরুখ খান ও সালমান খান
ওয়েব সিরিজ নির্মাণ করছেন শাহরুখপুত্র আরিয়ান খান। ‘স্টারডম’ নামের সিরিজটি ঘিরে কৌতূহল ধীরে ধীরে বাড়ছে। বলিউডের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজে একাধিক প্রথম সারির অভিনেতা থাকার কথা। সেই সূত্রে বিশেষ চরিত্রে উঠে আসে শাহরুখ খানের নাম। কারণ ছেলের প্রথম কাজে ‘বাদশা’ তার উপস্থিতি রাখতে ইচ্ছুক বলেই শোনা গিয়েছিল।
এবার এই সিরিজ ঘিরে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। এবার নতুন খবর- আরিয়ানের সিরিজে বিশেষ চরিত্রে থাকছেন সালমান খান। তবে তারা একসঙ্গে পর্দা ভাগ করে নেবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়। তবে একসঙ্গে না হলেও ‘টাইগার ৩’-এর পর আরো এক বার শাহরুখ-সালমান একই প্রজেক্টে থাকবেন। এর আগে জানা গিয়েছিল, আরিয়ান পরিচালিত সিরিজের প্রত্যেক পর্বে ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতারা ক্যামিও করবেন।
তালিকায় রয়েছে রণবীর সিংহ, রণবীর কাপুর, করণ জোহর, ববি দেওলের নাম। এবারে শোনা যাচ্ছে, সেই তালিকায় যুক্ত হয়েছে সালমানের নামও। অনেকেই বলছে সালমানের অংশের শুটিং শেষ হয়েছে। আপাতত চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।