মন ভাঙলে যা করেন অনন্যা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

অনন্যা পাণ্ডে
পেশা ও ব্যক্তিগত জীবনের জন্য প্রায় চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বারবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে অনন্যার সম্পর্ক। কখনো কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, কখনো বা আদিত্য রায় কাপুরের সঙ্গে। এরপর যথাক্রমে এসেছিল? তাদের সঙ্গে বিচ্ছেদের খবরও। অনন্ত আম্বানির বিয়েতে হার্দিক পান্ডিয়ার নাম ঘিরেও চর্চা শুরু হয়েছিল তাকে নিয়ে। এর মাঝেই নাকি নতুন বসন্ত এসেছে অনন্যার জীবন। নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী!
পেশায় প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোকে নাকি মন দিয়েছেন অনন্যা। এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, মন ভাঙলে তিনি কী করেন? সেই সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছিলেন, মন ভাঙলে তিনি কয়েকটি বাঁধাধরা গান শোনেন। অনন্যা বলেছিলেন, মন ভাঙলে আইসক্রিম খাই, অরিজিৎ সিংহের গান শুনি এবং কুছ কুছ হোতা হ্যায় দেখি।’
আদিত্যের জনপ্রিয় ছবি ‘আশিকি ২’-এর একটি গান অনন্যার উল্লিখিত গানগুলোর মধ্যে অন্যতম। অভিনেত্রীর কথায়, ‘মন ভাঙার পরে সবচেয়ে বেশি শুনি ‘কিঁউকি তুমহি হো’। মনে হয়, সবাই জীবনে হৃদয় ভাঙলে এই গানটা শুনেছে। জুলাই মাসে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটি অনুষ্ঠানেই হাজির ছিলেন অনন্যা। সেই বিয়ের আসর থেকেই নাকি ওয়াকারের সঙ্গে অনন্যার প্রেম।
অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ ক্রুজ পার্টিতেই নাকি প্রথম দেখা দু’জনের। ওয়াকার জামনগরেই থাকেন। আম্বানিদের ‘ভন্তারা অ্যানিম্যাল পার্ক’-এ কর্মরত তিনি।