শ্রদ্ধার পরিবারে নতুন সদস্য

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

শ্রদ্ধা কাপুর
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’ নতুন রেকর্ড গড়েছে। শাহরুখ খানের ‘জওয়ান’-কে ছাপিয়ে গেল এই সিনেমা। ৩৬ দিনের মাথায় স্ত্রী-২ ছবির ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন ৮০১ কোটিরও বেশি। ‘স্ত্রী ২’-র সাফল্যের মাঝেই শ্রদ্ধার পরিবারে এল ‘খুদে সদস্য’। আকারের সঙ্গে মিলিয়ে মিষ্টি নামও রাখা হয়েছে তার, ‘স্মল’। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে আলাপ করালেন তার নতুন চারপেয়ে বন্ধুর সঙ্গে।
গত শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই জানান তার পরিবারে বেড়েছে সদস্য সংখ্যা। এক খুদে সারমেয় উপহার পেয়েছেন তিনি। আদর করে নাম রেখেছেন ‘স্মল’, যার বাংলা মানে দাঁড়ায় ‘ছোট’। অভিনেত্রীর বাড়িতে ইতোমধ্যেই রয়েছে এক সারমেয় পোষ্য। যার নাম শায়লো।
এদিন মজা করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার ঘরে এসেছে এক ছোট্ট স্ত্রী! আলাপ করুন ‘স্মল’-এর সঙ্গে। আমাদের পরিবারের নয়া সদস্য। আমার বন্ধু ফজা এই ছোট খুশি আমাকে উপহার দিয়েছে। এই না হলে উদযাপনের শ্রেষ্ঠ উপায়। সোআইপ করে দেখুন সেই ব্যক্তি কে! দ্বিতীয় ছবিতেই দেখা যাচ্ছে নতুন সদস্যকে আদর করছেন শ্রদ্ধা, আর তার সামনেই বেজার মুখে বসে তার অপর পোষ্য শায়লো। নতুন সদস্য যে আদর পাচ্ছে তা একেবারেই পছন্দ হচ্ছে না তার।
অভিনেত্রীর পোস্টে ‘স্মল’কে ভালোবাসায় ভরিয়েছেন অনুরাগীরা ও ইন্ডাস্ট্রির অন্যরা। অনন্যা পাণ্ডে লেখেন, ‘স্মল’ তো কত বড় হয়ে গিয়েছে। ছোটবেলার ছবিও পোস্ট করো।’