নতুন কাজের খবর দিলেন জাহিদ হাসান

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

জাহিদ হাসান
দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। নব্বইয়ের দশক থেকে রাজত্ব করেছেন টিভি পর্দায়। টেলিভিশন ছাড়াও চলচ্চিত্রে অভিনয়েও অসাধারণ দক্ষতা দেখিয়েছেন তিনি। ইদানীং নিজেকে গুটিয়ে নিয়েছেন অনেকটাই। বেছে বেছে কাজ করছেন।
তবে এবার নতুন কাজের খবর নিয়ে এলেন এই গুণী অভিনেতা। অভিনেতা সম্প্রতি যুক্ত হয়েছেন নতুন তিনটি কাজে। এর মধ্যে দুটি ওয়েব সিরিজ ও একটি ওয়েব ফিল্ম।
এ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘কাজগুলো নিয়ে এরই মধ্যে পরিচালকদের সঙ্গে আলাপ-আলোচনা চূড়ান্ত হয়েছে। পরিচালক রায়হান রাফির দুটি এবং তানিম নূরের একটি কাজ। তবে ‘পালাবি কোথায়’ নামে একটি কাজ করছি আর বাকি দুটির নাম জানাতে পারছি না।
সেগুলোর নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই শুটিং শুরু করব। ভালো কাজের ব্যাপারে ওদের (দুই নির্মাতার) অনেক চেষ্টা আছে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, সম্মানটা অনেক বেশি দেয়। আর এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’