×

বিনোদন

ফের বিতর্কে রিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফের বিতর্কে রিয়া

রিয়া চক্রবর্তী

   

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। সবই তার ব্যক্তিগত জীবন নিয়ে। বিতর্ক ভুলে কাজে ফিরতে শুরু করেছিলেন। তারই মধ্যে আবার বিপাকে রিয়া চক্রবর্তী। মোবাইল অ্যাপের মাধ্যমে ৫০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় দিল্লি পুলিশ তলব করল অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। গ্রাহকরা এই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি টাকা হারিয়েছেন বলে অভিযোগ। সামাজিক মাধ্যমে জনপ্রিয় রিয়া। অসংখ্য ভক্ত তার। যেই অ্যাপের বিরুদ্ধে অভিযোগ, সেই অ্যাপের প্রচার করেছিলেন রিয়া। অর্থ বিনিয়োগ সংক্রান্ত এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা।

তবে শুধু রিয়া নন, এই অ্যাপের হয়ে প্রচার করে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী ভারতী সিংহ, এলভিশ যাদবও। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই অ্যাপ বাজারে এসেছিল। অ্যাপটি প্রতিশ্রæতি দিয়েছিল, অর্থ বিনিয়োগ করলে তা পরিমাণে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার পর ফেরত পাবেন ব্যবহারকারীরা। কিন্তু এমনটা হয়নি। বরং বিনিয়োগকৃত অর্থও হারিয়েছেন ব্যবহারকারীরা। পুলিশ কমিশনার হেমন্ত তিওয়ারি জানিয়েছেন যে হাইবক্স একটি মোবাইল অ্যাপ, যা কিনা একটি পরিকল্পনামাফিক জালিয়াতির ঘটনার অংশ ছিল।

এই অ্যাপে বিনিয়োগের মাধ্যমে জালিয়াতরা দৈনিক ১ থেকে ৫ শতাংশ কিংবা মাসে ৩০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত নিশ্চিত রিটার্নের প্রতিশ্রæতি দিয়ে আকৃষ্ট করেছিলেন সাধারণ মানুষদের। পুলিশ আরো জানিয়েছে এই মামলার প্রধান অভিযুক্ত শিবরাম, যার বয়স ৩০, তিনি চেন্নাইয়ের বাসিন্দা। ইতোমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App