‘প্রহেলিকা’র বিনিময়ে দেশে আসছে ‘স্ত্রী ২’

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

‘স্ত্রী ২’ সিনেমার পোস্টার
দেশের প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে বলিউডের বক্স অফিসে ঝড় তোলা ছবি ‘স্ত্রী ২’। আমদানি-রপ্তানি নীতিমালায় ‘স্ত্রী ২’ ছবির বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে ‘প্রহেলিকা’ সিনেমা। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী ২’। মুক্তির পর এই ছবি ভারতীয় বক্স অফিস থেকে আয় করে নিয়েছে ৮৮০ কোটি রুপি। বাংলাদেশ এবং ভারতে ‘স্ত্রী ২’ ও ‘প্রহেলিকা’ ছবি দুটির পরিবেশনায় আছে বাংলাদেশি প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্র।
ভারতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে এসএসআর নামের আরেকটি প্রতিষ্ঠান। প্রথম সপ্তাহে ২৯০ কোটি রুপি নিট আয় করেছিল ‘স্ত্রী ২’। ভারতীয় বক্স অফিসের হিসাবে এখন পর্যন্ত ছবিটির আয় ৮৮০ কোটি রুপি ছাড়িয়েছে। তবে আমদানিকারক প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, বিপুল ব্যবসা করা ভারতীয় ছবিটি মাত্র দুই হাজারে ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৪০ হাজার টাকায় আমদানি করছে ‘দ্য অভি কথাচিত্র’। এখন সেন্সর সার্টিফিকেশন বোর্ডের আনুষ্ঠানিকতা বাকি। সব ঠিক থাকলে ২৫ অক্টোবর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী ২’ ছবিটির।
সিনেমায় আরো অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, অপারশক্তি খুরানাসহ অনেকে। এতে বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমার ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে ২০২৩ সালের জুনে মুক্তি পেয়েছিল মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’। আগামী মাসে ছবিটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’য় আরো আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ প্রমুখ।