কলকাতার কনসার্টে শ্রেয়ার প্রতিবাদী গান

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

শ্রেয়া ঘোষাল
বহুল আলোচিত আরজি করে নারী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলকাতার কনসার্ট পিছিয়ে দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। সেপ্টেম্বরের বদলে কনসার্ট হয়েছে গত ১৯ অক্টোবর। কলকাতার এ ঘটনার প্রতিবাদে শামিল হয়েছে গোটা বিশ্ব। গত ১৪ সেপ্টেম্বর যখন কলকাতার অনুষ্ঠান বাতিল করেন শ্রেয়া সেই সময় শিল্পী জানান, আরজি করের এ ঘটনা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
শ্রেয়া লেখেন, ‘একজন মেয়ে হিসেবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল, তা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে।’ এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো অপরিহার্য হয়ে উঠেছে। শুধু ভারত নয়, সারা বিশ্বের নারীদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’ প্রায় মাসখানেকের ব্যবধানে কলকাতায় আসলেন শিল্পী।
ঠিক যেমনটা সে দিন জানিয়েছিলেন সে কথাই যেন রাখলেন শিল্পী। নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হলেন গায়িকা। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যখন দর্শক প্রায় ভর্তি, সেই সময় শ্রেয়া গাইলেন-‘যত ইচ্ছের ভাঙা ডানা, যত গল্প নজরবন্দি / যত সন্ধের যাওয়া মানা, যত রাত্রির অভিসন্ধি/ সব মিথ্যের আর ধন্দের, তাই রক্তের সোঁদা গন্ধে / শুধু পৌঁছে যাবে, ঘুচে যাবে, বেঁধে রাখা গণ্ডি / এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে / তাই ভাঙে পাড়, ভাসে ঘর, ভাঙে চেনা সুপ্তি / এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে / তুমি বন্ধু আজ শুনবে।’