নোলানের সিনেমায় টম হল্যান্ড

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

টম হল্যান্ড
টম হল্যান্ড মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে স্পাইডারম্যানের চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়। ক্রিস্টোফার নোলানের পরবর্তী সিনেমায় থাকতে পারেন টম হল্যান্ড। যদি অভিনেতার সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়, তাহলে স্পাইডারম্যান তারকাকে পর্দায় দেখা যাবে ম্যাট ডেমনের সঙ্গে। সিনেমাটির গল্প লিখেছেন ও নির্মাণ করছেন ক্রিস্টোফার নোলান। ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই।
সিনেমায় টম হল্যান্ড চূড়ান্ত হয়েছেন কিনা সেই ব্যাপারে মুখ খোলেননি নোলান কিংবা ইউনিভার্সাল পিকচার্স। তবে জানা গেছে, অভিনেতার সঙ্গে সিনেমাটি নিয়ে কথা চলছে এবং টম হল্যান্ডও আগ্রহী। আগামী বছরের শুরু থেকে সিনেমার শুটিং শুরু হবে।
‘ওপেনহেইমার’-এর সাফল্যের পরে এই ছবির অপেক্ষায় নোলান ভক্তরা। টম হল্যান্ড মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘পিটার পার্কার’ হিসেবেই বেশি পরিচিত। অভিনেতার হাতে ‘স্পাইডারম্যান ফোর’ আছে। এছাড়া পরবর্তী অ্যাভেঞ্জার্স সিকুয়েলেও তাকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।