×

বিনোদন

নিজেকে অপয়া ভাবতেন বিদ্যা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নিজেকে অপয়া ভাবতেন বিদ্যা!

বিদ্যা বালান

   

টালিউড থেকে সিনেদুনিয়ায় যাত্রা শুরু করেছিলেন। আজ বলিউডে তিনি খ্যাতির শিখরে। বলিষ্ঠ অভিনেত্রীর তালিকায় বিদ্যা বালানের নাম ওপরের সারিতেই থাকে। এমন অভিনেত্রী এক সময় নিজেকে অপয়া ভাবতে শুরু করেছিলেন। নিজ মুখেই জানালেন এই কথা। গত ১ নভেম্বর পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ভুলভুলাইয়া ৩’।

নতুন এ সিনেমা ইতোমধ্যেই ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। ছবি নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়েই বিদ্যা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তাকে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। একটি মালয়ালম সিনেমার নায়িকা হিসেবে শুটিং শুরু করেছিলেন অভিনেত্রী। কিন্তু সেটি মাঝপথেই বন্ধ হয়ে যায়। বিদ্যা জানান, সিনেমা বন্ধ হওয়ার পর থেকেই তাকে ‘অপয়া’ বলতে শুরু করে লোকজন।

দাবি করা হয়, বিদ্যাকে নেয়া হয়েছে বলেই সিনেমা বন্ধ হয়ে গিয়েছে। এক নয়, একাধিকবার তার সঙ্গে এমনটা হয়েছে বলে জানান বিদ্যা। চারপাশের মানুষের মুখে ‘অপয়া’ শব্দটি শুনতে শুনতে বিদ্যা নিজেও নিজেকে অপয়া ভাবতে শুরু করেছিলেন বলেই জানান।

উল্লেখ্য, বিদ্যার প্রথম সিনেমা ‘ভালো থেকো’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। ২০০৫ সালে মুক্তি পায় ‘পরিণীতা’। এই ছবি থেকেই বিদ্যার সাফল্যের সফর শুরু হয়। ২০০৭ সালে ‘ভুলভুলাইয়া’ ছবিতে অবনি ওরফে মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। তার পর ২০২৪ সালে এই চরিত্রে দেখা গেল তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App