আসছে অভিনেতা ফারুক আহমেদের নতুন বই

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ফারুক আহমেদ
নন্দিত অভিনেতা ফারুক আহমেদ নিয়মিত অভিনয় নিয়েই ব্যস্ত থাকেন। বলা চলে মাসের অধিকাংশ সময়ই কাটে তার ক্যামেরার সামনে। অভিনয়ের বাইরে যে সময় পান সেটা লেখালেখি করেই কাটান। ফলে, অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে অভিনেতা ও লেখক ফারুক আহমেদের গল্পগ্রন্থ ‘আমার না বলা কথা’।
বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা কিংবদন্তি পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আইয়ুব আল আমিন। গতবারের বইমেলায় প্রকাশিত হয়েছিল তার দুটি বই। একটির নাম ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’। প্রকাশ করেছিল কিংবদন্তি পাবলিকেশন। অপরটির নাম ‘ভাঙা চশমা’। প্রকাশ করেছিল সপ্তর্ষী প্রকাশনী।
নতুন গল্পগ্রন্থ সম্পর্কে ফারুক আহমেদ বলেন, ‘২০২৫ সালে একুশের বইমেলায় আমার একটি বই প্রকাশের ইচ্ছা আছে। বইটি প্রকাশ করবে কিংবদন্তি পাবলিকেশন। বইটির নাম ঠিক করেছি ‘আমার না বলা কথা’।’ প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, ‘কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কাছের মানুষ ছিলেন অভিনেতা ফারুক আহমেদ। অভিনয় দক্ষতার মাধ্যমে সবার মনে স্থান করে নিয়েছেন তিনি। এবার লেখক হিসেবেও পাঠকপ্রিয় হয়েছেন।’