প্রকাশ্যে ‘গেম চেঞ্জার’র টিজার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

‘গেম চেঞ্জার’র টিজার
প্রকাশ্যে এসেছে এস শংকর পরিচালিত দক্ষিণের সিনেমা ‘গেম চেঞ্জার’র টিজার। সিনেমায় রাম চরণকে দেখা যাবে তিনটি ভিন্ন রূপে। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন দক্ষিণের তারকা রাম চরণ ও বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সেই উপলক্ষেই গত শনিবার লক্ষেèৗ শহরে আয়োজিত হয়েছিল টিজার লঞ্চের একটি অনুষ্ঠান।
সিনেমার টিজার শুরু হয় রাম চরণকে দিয়ে। রাম চরণের চরিত্রটি খুবই শান্ত। কিন্তু যখন তিনি রেগে যান, তখন তিনি কাউকে ছাড়েন না। সিনেমাটিতে যে ভরপুর অ্যাকশন আছে, তা বোঝা যাচ্ছে টিজার দেখে। সিনেমায় রাম চরণকে দেখা যাবে তিনটি ভিন্ন রূপে। একটি কলেজ স্টুডেন্ট, অন্যটি মধ্য বয়স্ক এবং শেষ চরিত্রটি একজন রাজনৈতিক নেতার। সিনেমার পরিচালক এস শংকর লক্ষেèৗ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
পরে এক্স হ্যান্ডলে সবার প্রতি ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন, ‘আজ আমি সবাইকে মিস করব। চেন্নাইয়ে সম্পাদনার কাজের জন্য আমি পৌঁছাতে পারলাম না অনুষ্ঠানে। সঠিক সময় বড় পর্দায় সিনেমাটি আনার জন্য এখন পরিশ্রম করতে হবে আমাকে।’ আগামী ১০ জানুয়ারি ‘গেম চেঞ্জার’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। রাম চরণের সঙ্গে কিয়ারার এটি দ্বিতীয় সিনেমা। এর আগে তারা জুটি হয়ে ২০১৯ সালে ‘বিনয়ী বিদেয় রামা’ সিনেমায় অভিনয় করেন।