কোরিয়ান অভিনেতা সং জায়ের রহস্যময় মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

অভিনেতা সং জায়ে রিম
মারা গেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং জায়ে রিম। মাত্র ৩৯ বছর বয়সি এই অভিনেতার মরদেহ গত মঙ্গলবার উদ্ধার করে সিউল পুলিশ। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি। কে-ড্রামাতে ভীষণ জনপ্রিয় ছিলেন সং জায়ে। তিনি কিম সু-হিউনের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেন।
জানা যায়, সং জায়েকে সিউলে মৃত অবস্থায় পাওয়া যায়। এখনো পর্যন্ত অভিনেতার মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সং জায়ে রিমকে সিউলের সিওংডং জেলার একটি অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। ইতোমধ্যেই পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং ঘটনাস্থলে একটি ‘দুই পৃষ্ঠার চিঠি’ পাওয়া গেছে বলে অভিযোগে জানানো হয়েছে।
আজ অভিনেতার শেষকৃত্য হবে। সং জায়ে রিম ২০০৯ সালে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। ‘দ্য মুন এমব্রেসিং দ্য সান’-এ অভিনয় করার পর খ্যাতি অর্জন করেন তিনি। তবে বেশকিছু শোতে অভিনয়ের জন্য কোরিয়ায় ভীষণ জনপ্রিয় ছিলেন তিনি।
টু উইকস (২০১৩), আনকাইন্ড লেডিস (২০১৫), সিক্রেট মাদার (২০১৮), আই ওয়ানা হেয়ার ইওর গান (২০১৯), ক্যাফে মিনামডাং (২০২২) এবং সম্প্রতি মাই মিলিটারি ভ্যালেন্টাইন (২০২৪)-এর মতো শোতেও দেখা গেছে।