রকস্টার তৌসিফ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

তৌসিফ মাহবুব
অভিনয়ের দীর্ঘ ১১ বছর ক্যারিয়ারে নানা চরিত্রে কাজ করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। এবার তিনি পর্দায় আসছেন রকস্টার হয়ে! নির্মাতা মহিদুল মহিমের ‘দ্বিধা’ নামের একটি নাটকে এমন রূপেই দেখা যাবে তাকে।
ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে নাটকের ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি টিজার। যেখানে এই অভিনেতাকে পাওয়া গেছে আসিফ চরিত্রে। দেখা গেছে গিটার হাতে মঞ্চে গাইছেন তৌসিফ মাহবুব, যেন পেশাদার গায়ক! তৌসিফকে এমন রূপে এর আগে পর্দায় দেখা যায়নি।
এই নাটকে তাকে রকস্টাররূপে দেখা যাবে। ‘দ্বিধা’ নাটকের শুটিংয়ের জন্য কক্সবাজার সমুদ্রসৈকতে একটি মঞ্চ বানানো হয়েছিল, যেখানে গান পরিবেশন করেন তৌসিফ।
তিনি বলেন, ‘আমরা যখন শুটিংয়ের জন্য কক্সবাজার যাই, তখন নাটকের পরিচালক মহিম ভাই, অভিনয়শিল্পী কেয়া পায়েল ফেসবুকে স্ট্যাটাস দিই। আমরা বলি, কক্সবাজারে যারা পরিবার নিয়ে ঘুরতে আসছেন, তাদের বলতে চাই, আমরা সন্ধ্যায় সমুদ্রসৈকতে থাকব। একটি কনসার্টের শুটিং করব। আপনারাও চাইলে থাকতে পারেন। এভাবে আমাদের ফেসবুক পোস্ট থেকে কয়েকশ লোক আসেন। এরপর সৈকতে থাকা লোকজনও আমাদের সেই কনসার্টের শুটিংয়ে অংশ নেন। আমরা টানা চার ঘণ্টা শুটিং করেছি। সবাই উপভোগ করেছিল।’
নাটকটিতে তৌসিফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কেয়া পায়েল।