‘চেতন ভগত’ পড়ে অনুপ্রাণিত

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

‘স্ত্রী-২’ সিনেমার পোস্টার
বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের সম্প্রতি ব্লকবাস্টার ছবি ‘স্ত্রী ২’-এ দিয়ে আলোড়ন তৈরি করেছে। ছবিটি বক্স অফিসে বিশাল অর্থ সংগ্রহ করেছে এবং ২০১৮ সালের চলচ্চিত্র ‘স্ত্রী’-এর সিক্যুয়েল। সম্প্রতি ছবির প্রধান নায়ক রাজকুমার রাও তার সংগ্রামের গল্প বর্ণনা করেছেন এবং সেই সময়ের কথা তুলে ধরেছেন। যখন তাকে অনেক বড় প্রকল্প থেকেও সরিয়ে দেয়া হয়েছিল। সম্প্রতি রাজকুমার রাও বলিউডে তার সংগ্রামের দিনগুলো তুলে ধরার সময় একটি আকর্ষণীয় বিষয় শেয়ার করেন।
এমন অনেক ঘটনা ছিল যখন রাজকুমার রাওকে কোনো না কোনো কারণে প্রকল্প থেকে বাদ দেয়া হয়েছিল। তবে অভিনেতা বলেছেন, এই ধরনের মামলাগুলো সেই প্রযোজকদের ব্যর্থতা তুলে ধরে, তার নয়। সম্প্রতি রাজকুমার অডিবলের পডকাস্ট ‘দ্য লংগেস্ট ইন্টারভিউ’-এ এসে তার সংগ্রামের কথা তুলে ধরেন। কোন কারণে চলচ্চিত্র থেকে বাদ পড়েছিলেন রাজকুমার?
সম্প্রতি ‘দ্য লংগেস্ট ইন্টারভিউ’-তে রাজকুমার বলেছেন, ‘একটা সময় সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু তারপর কোনো কারণে আমাকে ছবিটি থেকে সরিয়ে দেয়া হয়। এটায় আমার কোনো ব্যর্থতা ছিল না। তাদের ব্যর্থতা এটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি। সেই অভিজ্ঞতাগুলো আমাকে সবসময় প্রস্তুত থাকতে শিখিয়েছে।
‘কাই পো চে’ ছবিতে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? জবাবে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি মহাবিশ্ব যখন আপনাকে গাইড করছে, তখন সবকিছু ঠিক জায়গায় সময়মতো হবে।’ ‘কাই পো চে’-তে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল সে কথাও জানিয়েছেন তিনি।
এই আকর্ষণীয় মুহূর্তটি ভাগ করে নেয়ার সময় অভিনেতা বলেন, ‘আমি চেতন ভগতের দ্য থ্রি মিসটেক অব মাই লাইফ পড়ে উপভোগ করেছি। এর আগে তার আরেকটি বই, ওয়ান নাইট অ্যাট দ্য কল সেন্টার, ইতোমধ্যেই একটি চলচ্চিত্রে তৈরি হয়েছিল, তাই আমি জানতাম তিনি একজন লেখক, যার বইগুলো চলচ্চিত্রে তৈরি হচ্ছে।’
তিনি বলেছিলেন, ‘আমার এখনও মনে আছে যে আমি যখন মুম্বাইয়ে নতুন ছিলাম, তখন আমি থ্রি মিসটেক অব মাই লাইফ পড়েছিলাম। বইটিতে তিনটি চরিত্র রয়েছে এবং আমি আশা করছিলাম যে তাদের মধ্যে একটি চরিত্রে অভিনয় করা হবে যদি কখনো একটি চলচ্চিত্র তৈরি করা হয়। আমি বলিনি কোন চরিত্রে হবে। কিন্তু আমি সত্যিই এই বিষয়ে আগ্রহী ছিলাম এবং তারপর এটি কাই পো চে হয়ে গেল। এটা অবাস্তব কিন্তু সত্য।’