×

মেলা

সবচেয়ে বেশি কর দিলেন শাহরুখ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সবচেয়ে বেশি কর দিলেন শাহরুখ

শাহরুখ খান

   

চার বছরের বিরতি নেয়ার পর ২০২৩-এ সিনে পর্দায় দেখা যায় শাহরুখ খানকে। গত বছর তিনটি ছবি মুক্তি পায় শাহরুখের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। ৩টি ছবিই বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। এই তিনটি ছবির মধ্যে প্রথম দুটির ব্যবসা ১০০০ কোটি ছাড়িয়েছিল। অর্থাৎ গোটা বছরটাই কিং খানের কাছে ছিল সাফল্যের। তাতেই বিনোদন জগতের মধ্যে সর্বোচ্চ করদাতা হলেন শাহরুখ।

২০২৪ সালে অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, সালমান খান, বিরাট কোহলিদের পেছনে ফেলে দিলেন কিং খান। ৯২ কোটি টাকা কর দিয়েছেন তিনি। ফরচুন ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী তিনি ভারতীয় তারকাদের মধ্যে শীর্ষে আছেন কর দেয়ার ক্ষেত্রে।

তালিকায় শাহরুখ ছাড়াও বলিউডের একাধিক তারকা রয়েছেন। সেই সঙ্গে রয়েছে দক্ষিণ ভারতের বিনোদন জগতের খ্যাতনামা তারকাদের নাম। দ্বিতীয় স্থানে আছেন বিজয় থালাপতি। তাকে এই বছর ৮০ কোটি টাকা কর দিতে হয়েছে। সিনেমা, বিজ্ঞাপন সব মিলিয়ে তিনি দ্বিতীয় তারকা। এ বছর তৃতীয় স্থানে রয়েছেন সালমান খান। কর দিয়েছেন ৭৫ কোটি টাকা। চতুর্থ স্থানে আছেন অমিতাভ বচ্চন। তিনি ৭১ কোটি টাকা কর দিয়েছেন। পঞ্চম স্থানে আছেন বিরাট কোহলি। তার কর দেয়ার অঙ্কটা হলো ৬৬ কোটি টাকা।

প্রথম পাঁচের মধ্যে নেই অক্ষয় কুমারের নাম। অথচ ২০২২ সালে বিনোদন জগতের সর্বোচ্চ করদাতা ছিলেন অক্ষয় কুমার। গত বছর একের পর এক ছবি ব্যর্থ হয়েছে বক্স অফিসে। সেই সঙ্গে কমেছে বিজ্ঞাপনও। এটাই সবচেয়ে বড় কারণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App