নারীপ্রধান গল্পে বুবলী

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

শবনম বুবলী
সাম্প্রতিক পরিস্থিতিতে স্থবিরতা নেমে এসেছে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। নেই কোনো নতুন সিনেমার খবর। এমন পরিস্থিতিতে প্রায় আট মাস পর নতুন সিনেমায় কাজ করতে চলেছেন ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী। মেহেদি হাসানের নির্মাণে ‘নীল টিপ’ সিনেমায় অভিনয় করবেন এই নায়িকা। তবে এই সিনেমায় বুবলীর নায়ক হয়ে পর্দায় হাজির হবেন টিভি নাটকের একজন অভিনেতা। শিগগিরই শুরু হবে এর শুটিং।
নির্মাতা গণমাধ্যমকে বলেন, আমাদের দেশে নারীপ্রধান গল্পের সিনেমা খুব কম নির্মাণ হয়। ‘নীল টিপ’ সিনেমার গল্প সাজানো হয়েছে এক নারীকে কেন্দ্র করে। আশা করি বুবলী তার অভিনয় দিয়ে চরিত্রটিকে পরিপূর্ণতা দেবেন। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা আছে। সিনেমাটির প্রযোজক সৈয়দ মোহাম্মদ সোহেল।
নতুন সিনেমা বিষয়ে গণমাধ্যমকে বুবলী বলেন, কিছু জায়গায় আমার নতুন সিনেমা ‘নীল টিপ’-এর নাম শোনা যাচ্ছে। বিষয়টি সঠিক নয়। আমার নতুন সিনেমার নাম এখনো ঠিক হয়নি। এক বছর আগে আমাদের চুক্তি হয়েছে। গল্প, পরিকল্পনা ও শুটিংয়ের সময়সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে মাত্র। এর বেশি কিছু না। তবে গল্পটা আমার দারুণ লেগেছে। সবকিছু ঠিক থাকলে শুটিংয়ে যাওয়ার আগে আমি নিজেই সবাইকে জানাব।
প্রসঙ্গত, সর্বশেষ ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমাটি। মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমাটি মুখ থুবড়ে পড়েছিল সিনেপ্লেক্স ও সিংগেলস্ক্রিনে। এদিকে মুক্তির অপেক্ষায় আছে বুবলীর ‘জংলি’। এম রাহিমের পরিচালনায় এতে বুবলীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ।