×

মেলা

পুরনো চিত্র ফিরতে শুরু করেছে শোবিজে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পুরনো চিত্র ফিরতে শুরু করেছে শোবিজে

ছবি: সংগৃহীত

   

দেশের মধ্যে বিরাজমান অস্থিরতার ছাপ পড়েছিল শোবিজ অঙ্গনেও। গত কয়েকমাস ধরে ওটিটি প্লাটফর্মগুলোতেও মুক্তি পাচ্ছিলনা নতুন কোনো কনটেন্ট। তবে আবার স্বাভাবিক ছন্দে ফিরছে শোবিজ। গতকাল নির্মাতা নাহিদ হাসনাতের ‘এন্ড কাউন্টার’ মুক্তি পেয়েছে বঙ্গতে। এছাড়া গত কুরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া রায়হান রাফী নির্মিত সিনেমা ‘তুফান’ গত বুধবার চরকি ও হইচইয়ে মুক্তি পায়। একই নির্মাতার ওয়েব সিরিজ ‘মায়া’ আগামী ৩০ সেপ্টেম্বর ওটিটি প্লাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে।

চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে ‘রঙিলা কিতাব’ নামের ওয়েব সিরিজ বানিয়েছেন নির্মাতা অনম বিশ্বাস। গত ১৮ সেপ্টেম্বর এক মোশন পোস্টার প্রকাশ পেয়েছে। সিরিজটি আসছে অক্টোবরে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’তে মুক্তি পাবে। কুসুম শিকদার পরিচালিত প্রথম সিনেমা ‘জবা’। এতে অভিনয় করেছেন কুসুম নিজে। দুর্গাপূজার উৎসবে ‘জবা’ মুক্তি পাচ্ছে। এছাড়া গত কয়েক দিনে ইউটিউবেও মুক্তি পেয়েছে বেশ কিছু নাটক। সব মিলিয়ে শোবিজ অঙ্গন পুরনো চিত্রে ফিরতে বসেছে।

২০ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে ওয়েব ফিকশন ‘এন্ড কাউন্টার’। সত্য- মিথ্যার দোলাচলের গল্প নিয়ে এটি নির্মাণ করেছেন নাহিদ হাসনাত। এতে অভিনয় করেছেন মীর রাব্বি, সাদিয়া আফরিন মাহি, হাসনাত রিপনসহ আরো অনেকে। চলতি বছর ঢালিউডের বক্স অফিসে সাড়া ফেলেছে শাকিব খান অভিনীত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘তুফান’। দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও সমাদৃত হয়েছে সিনেমাটি। এবার দেশের গত বুধবার ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে মুক্তি পেয়েছে। রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। এছাড়া ছবিটিতে নায়িকা হিসেবে আলোচনায় এসেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে সাত পর্বের সিরিজটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। যৌথভাবে সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন। সিরিজটি আসছে অক্টোবরে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’তে মুক্তি পাবে। পরীমনির বিপরীতে থাকছেন অভিনেতা মোস্তাফিজ নূর ইমরান। সিরিজের গল্প বরিশালের এক গ্যাংস্টারকে নিয়ে। রঙিলা কিতাব নিয়ে বেশ আশাবাদী পরীমনি। শুটিং শেষে একটি ভিডিও শেয়ার করে বলেছিলেন, ‘আশা করছি রঙিলা কিতাব রিলিজ হলে সবার ভালোবাসা পাব। সিরিজে আরো অভিনয় করেছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু প্রমুখ। গত আগস্টেই মুক্তির কথা ছিল রঙিলা কিতাব। দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে হইচই। অবশেষে অক্টোবরে সিরিজটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি।

নন্দিত অভিনেত্রী কুসুম শিকদার। অনেক দিন ধরেই নিজের প্রথম সিনেমা ‘জবা’ নিয়ে আলোচনায় তিনি। এটি নির্মাণ করেছেন এ অভিনেত্রী। সিনেমার শিরোনাম ‘শরতের জবা’। এর আগে সিনেমার পোস্টার প্রকাশ করা হয়। গতকাল সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে চ্যানেল আই, আইস্ক্রিন এবং শরতের জবার ফেসবুক পেজ থেকে। কুসুম শিকদারের লেখা ‘অজাগতিক ছায়া’ গল্পগ্রন্থে ‘শরতের জবা’ নামে একটি ছোট গল্প আছে। সেই গল্প থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে ‘শরতের জবা’। শুধু প্রযোজনাই নয়, সিনেমার চিত্রনাট্য, পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রেও অভিনয় করেছেন কুসুম। সবকিছু ঠিক থাকলে আসছে দুর্গাপূজার উৎসবে ‘জবা’ মুক্তি পাবে।

প্রযোজক সমিতির তথ্য অনুয়ায়ী, গতকাল আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর সিনেমা ‘নূর’ মুক্তির তালিকায় ছিল। পরের সপ্তাহে রয়েছে ‘ময়না’ ও ‘উদীয়মান সূর্য’ সিনেমার নাম। পরের মাসেও ‘বিলডাকিনী’, ‘দায়মুক্তি’, ‘চরিত্র’, ‘হৈমন্তীর ইতিকথা’সহ আটটির মতো সিনেমা মুক্তির জন্য সিডিউল নেয়া রয়েছে। অক্টোবর থেকে সিনেমা মুক্তির সংখ্যা বাড়বে বলে মনে করছেন প্রযোজকরা। এ সময়ে ‘নন্দিনী’, ‘দরদ’, ‘সাবা’, ‘রং ঢং’সহ একাধিক সিনেমা পরিস্থিতি বুঝে মুক্তির তালিকায় যোগ হবে।

দুই সপ্তাহ ধরে ইউটিউব ট্রেন্ডিংয়েও ফিরতে শুরু করেছে নাটক। বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে ‘বিসিএস’, ‘অন্য রকম প্রেম’, ‘বিনিসুতোর প্রেম, ‘কাপল ক্যাম্পাস’সহ একাধিক নাটক। জানা যায়, বড় বাজেটের নাটকগুলোও মুক্তি দিতে ভরসা পাচ্ছেন প্রযোজকরা। জুলাইয়ে মুক্তির কথা ছিল ঈদ নাটক ‘বিউটি কুইন’-এর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App