মুখার্জি বাড়ির পূজা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

কাজল ও রানী মুখোপাধ্যায়
মুম্বাইয়ে বাঙালির সংখ্যা কম নয়। তারকাদেরও অনেকে বাঙালি। তা সত্ত্বেও পুজো পুজো গন্ধে মাতোয়ারা এখন মুম্বাই। ধুনুচি নাচে নাচবেন বলিউডের তারকারা। পূজার প্রথম দিন থেকে দশমীর সিঁদুর খেলা পর্যন্ত নিজেদের মত্ত রাখবেন দুর্গোৎসবে। তারপর যদি তা হয় মুখোপাধ্যায় বাড়ির পূজা, তাহলে তো আর কোনো কথাই নেই। কথা হচ্ছে বলিউডের হট ফেভারিট অভিনেত্রী কাজল ও রানী মুখোপাধ্যায়ের। মুম্বাইয়ের অন্যতম পূজার মধ্যে এটি একটি। মুখোপাধ্যায় বাড়ির দুই কন্যার এই পূজায় মিলেমিশে যায় গোটা বলিউড।
পূজার আমেজে মেতে উঠবে মায়ানগরী মুম্বাইও। মুখার্জি বাড়ির পূজায় বসবে চাঁদের হাট। যে পূজার কথা হচ্ছে, তা রানী মুখার্জির বাড়ির পূজা হিসেবেই বিখ্যাত। এই পূজায় কিন্তু সব সময় দেখা যায় কাজল ও অজয় দেবগনকে। কারণ, কাজল সম্পর্কে রানীর তুতোবোন। পূজার সব কাজ করতে দেখা যায় কাজলের মা তনুজাকেও। নর্থ বম্বে সার্বজনীন দুর্গাপূজার শুরু ১৯৪৭ সালে। পূজার চার দিন ব্যস্ততা থেকে মুখ ফেরাতে পারেন না রানী। সঙ্গে থাকেন কাজলও। বাড়ির পূজার মণ্ডপে বসে তারকাদের আড্ডা। স্বপ্ন নগরীর এক এক তাবড় সেলিব্রেটি উপস্থিত থাকেন এই পূজায়।
অমিতাভ, অভিষেক বচ্চন, জয়া বচ্চন থেকে হৃত্বিক রোশন, রণবীর কাপুর; অনেকেই নিয়ম করে উপস্থিত হন এই পূজায়। কলকাতার সঙ্গে মুম্বাইয়ের প্রবাসী বাঙালিদের কাছে দুর্গাপূজা যেন ঐতিহ্যের। মিশে আবেগও। তাই শুধু পূজা দেখতে আসা নয়, বরং পূজার কাজেও হাত লাগান অনেক তারকা। পূজার প্রথম দিন থেকে দশমীর সিঁদুর খেলা পর্যন্ত এক ফ্রেমে ধরা দেন কাজল ও রানী। তবে এত ঘনিষ্ঠতা কিন্তু বিগত কয়েক বছরেও দেখা যায়নি। এমনকি যখন তারা চুটিয়ে একের পর এক ছবি করতেন, তখন কিন্তু পারস্পরিক সম্পর্কটা এতটা মধুর ছিল না।
এখন পূজার চার দিন একে অপরকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না। রানী সব সময়ই বলেন, ‘কাজলকে ছাড়া দুর্গাপূজা অসম্পূর্ণ।’ পূজায় দেখা যায় ইমতিয়াজ আলি, তনিশা, সুমনা, মৌনিসহ অনেককে। বাঙালি তারকারা যেন কলকাতার মতো পূজা উপভোগ করেন রানীর বাড়িতেই। আনন্দে মাতোয়ারা থাকে গোটা মুম্বাই। বহু তারকার সমাগম দেখা যায় মুখার্জি বাড়ির পূজায়। এবারো কোনো ব্যতিক্রম থাকবে না আতিশয্যে।