কুসুমের ‘শরতের জবা’

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

কুসুম শিকদার
লম্বা বিরতির পর সিনেমা দিয়েই অভিনয়ে ফিরছেন কুসুম শিকদার। দুর্গাপূজা উপলক্ষে ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার ‘শরতের জবা’। এ সিনেমা দিয়ে প্রথমবার চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে তার। শরতের জবার চিত্রনাট্য রচনা ও প্রযোজনাও করেছেন কুসুম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে জুলাই থেকে স্থবির দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। তিন মাস পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি বেশিরভাগ সিনেমা হল। নতুন সিনেমা মুক্তি দেয়ারও সাহস পাচ্ছেন না নির্মাতারা। চলমান অস্থিরতা ভাবিয়ে তুলেছিল অভিনেত্রী কুসুম শিকদারকেও। দুর্গাপূজা উপলক্ষে নিজের প্রথম পরিচালিত সিনেমা শরতের জবা মুক্তির সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ছিলেন তিনি।
২০ সেপ্টেম্বর টিজার প্রকাশের দিনও জানিয়েছিলেন, সার্বিক অবস্থা বিবেচনা করে সিনেমাটি আগামী নভেম্বরে মুক্তির পরিকল্পনা করছেন। সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন কুসুম। সম্প্রতি ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জানালেন, দুর্গাপূজা উপলক্ষেই আসবে শরতের জবা। ১১ অক্টোবর থেকে সারা দেশের প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি।
মুক্তির সিদ্ধান্ত বদল নিয়ে কুসুম শিকদার বলেন, ‘অনেকেই পরামর্শ দিচ্ছিলেন এই সময়ে সিনেমাটি মুক্তি না দেয়ার জন্য। কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুব ইতিবাচক একজন মানুষ। নানা যুদ্ধের মধ্যে, স্ট্রাগলের মধ্যে, অনেক না পাওয়ার মধ্যেও পজিটিভ থাকি। দেশের এই পরিস্থিতির মধ্যে কোনো কিছু কিন্তু থেমে নেই। সব অফিস চলছে, সবাই নিজেদের কাজ করছে। বিনোদনের মাধ্যমগুলোও চলছে। তাহলে শুধু সিনেমা হল কেন বন্ধ থাকবে? নতুন সিনেমা মুক্তি পাবে না কেন? এই কারণে ঝুঁকি থাকলেও দুর্গাপূজায় শরতের জবা মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, সবাই সিনেমাটি দেখবেন।’
সর্বশেষ ২০১৮ সালে একটি নাটকে অভিনয় করেছিলেন কুসুম শিকদার। এরপর অভিনয়ে আর দেখা যায়নি তাকে। আবারও তিনি অভিনয়ে নিয়মিত হতে চান। আর পরিচালনার বিষয়টি শরতের জবার সাফল্যের ওপর নির্ভর করছে বলে জানান অভিনেত্রী। এ সিনেমায় আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জীতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ। উপদেষ্টা পরিচালক সুমন ধর। কুসুম শিকদারের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।