×

মেলা

শাহরুখের জন্মদিনে বিশেষ আয়োজন

Icon

মেলা ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শাহরুখের জন্মদিনে বিশেষ আয়োজন

শাহরুখ খান

   

কে বলবে শাহরুখের বয়স প্রায় ষাট ছুঁইছুঁই। যে শাহরুখ এখনো ‘জওয়ান’ সেজে দীপিকার সঙ্গে রোমান্সে মেতে ওঠেন, যে শাহরুখ এখনো একবার হাসলে ঝড় ওঠে আট থেকে আশির নারী হৃদয়ের। সেই শাহরুখই পা দেবেন ঊনষাটে! হ্যাঁ, আজ ২ নভেম্বর ঊনষাটে পা দিতে চলেছেন বলিউড বাদশা। আর সেই কারণেই শাহরুখ এবার বিরাট পার্টির আয়োজন করছেন মন্নতে। শাহরুখ নাকি এত বড় পার্টি দিতে চলেছেন, যা এর আগে বলিউড দেখেনি।

অতিথির তালিকাও বেশ নাকি লম্বা। শাহরুখের এই পার্টিতে আসতে পারেন ২৫০ জন অতিথি। যার মধ্যে রয়েছেন রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রণবীর কাপুর, কাজল, অজয় দেবগণের মতো তারকারা। তবে শুধু দেশের নয়, শোনা যাচ্ছে বিদেশ থেকেও উড়ে আসতে পারেন বেশ কিছু তারকা। এমনকি দেশ ও বিদেশের ব্যবসায়ীরাও থাকতে পারেন শাহরুখের এই জমজমাট বার্থডে পার্টিতে। শাহরুখের এই ঊনষাটের জন্মদিনে থাকবে বিশেষ থিম।

অতিথিদের নাকি সাজতে হবে তার ছবির চরিত্র অনুযায়ী, ইতোমধ্যেই নাকি ডিনারের মেনু ঠিক করে ফেলেছেন গৌরী খান। কেননা এই পার্টির সব কিছু প্ল্যানিং করছেন গৌরী নিজেই। শোনা যাচ্ছে, পার্টিতে থাকবে সুহানা ও আরিয়ানের বিশেষ পারফরম্যান্স। প্রসঙ্গত, প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তার মেয়ে সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App