অ্যাডিলেডে গাইবেন জেমস

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

জেমস
দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। বিগত কয়েক মাস ধরে দেশের বাইরে কনসার্ট নিয়ে ব্যস্ত রয়েছেন এই গায়ক। ইতোমধ্যে লন্ডন, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে একাধিক কনসার্ট করেছেন তিনি। এবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড শহরে কনসার্টে অংশ নিতে যাচ্ছেন জেমস। জানা গেছে, আগামীকাল ১০ নভেম্বর অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে নরউড কনসার্ট হলে গাইবেন এই তারকা।
ইতোমধ্যে চলছে প্রচার প্রচারণা। জেমসের অফিসিয়াল ফেসবুক পেজেও গাওয়ার বিষয়ে নিশ্চিত করে লেখা হয়েছে, ‘প্রাণের অ্যাডিলেড। ভালোবাসা নিও। দেখা হবে ১০ নভেম্বর।’ এর আগে গত ২ নভেম্বর মেলবোর্নেও কনসার্ট করেছেন জেমস। এদিকে গুঞ্জন এবারের বিপিএলের উদ্বোধনী আসরে গাইবেন জেমস। বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা হচ্ছে বিষয়টি নিয়ে।
এ বিষয়ে জেমসের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন তার ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, এ বিষয়ে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি বিপিএল কর্তৃপক্ষ। এমন কিছু হলে তো অফিসিয়ালি জানানো হবে। এখনো এ বিষয়ে আমরা কিছুই জানি না, যেহেতু জানি না, তাই এ বিষয়ে কথাও বলতে পারছি না।
উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল মাসে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব প্ল্যাটফর্মে ‘আই লাভ ইউ’ ও ‘সবই ভুল’ শিরোনামে দুটি গান প্রকাশিত হয় জেমসের। তবে সেই গানে শ্রোতারা আগের জেমসকে পায়নি।