সিনেমার সেটেই বিয়ে সারবেন নাগা-শোভিতা!

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা
গত ৮ আগস্ট বাগদান সেরেছেন দক্ষিণী সিনেমার তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। এবার অপেক্ষা তাদের নতুন জীবন শুরু করার। জানা গিয়েছিল, চলতি বছরের শেষের দিকে চার হাত এক হবে এই জুটির। কয়েক দিন আগে এ জুটির বিয়ের উৎসব শুরু হয়েছে। যার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরও জানান শোভিতা। কিন্তু ঠিক কবে, কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তা জানাননি। এবার জানা গেল, নাগা-শোভিতার বিয়ের দিন-ভেন্যু।
ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগামী ৪ ডিসেম্বর হায়দরাবাদে বিয়ে করবেন নাগা চৈতন্য ও শোভিতা। পারিবারিক সূত্রে জানা গেছে, অন্নপূর্ণা স্টুডিওতে বসবে বিয়ের আসর। সেখানে বিশেষভাবে তৈরি করা হবে মণ্ডপ। আর সেখানেই বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। খানিকটা ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই গাঁটছড়া বাঁধবেন তারা। তবে অন্য একটি সূত্রের খবরে শোনা যাচ্ছে, জয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং করতে চলেছেন নাগা-শোভিতা। সেখানেও নাকি মণ্ডপ বাঁধার কাজ চলছে। প্রায় ২২ একর জায়গা নিয়ে তৈরি এই স্টুডিও অবস্থিত বানজারা হিলসে। যেখানে প্রায় ৬০টিরও বেশি ছবির শুটিং হয়েছে। তবে কি সিনেমার সেটেই বিয়ে সারবেন নাগা-শোভিতা? সেই নিয়েও ধোঁয়াশা রয়েছে।
নাগা-শোভিতার বিয়ের দিন-তারিখ নিয়ে নানা সময়ে নানা খবর প্রকাশ্যে এসেছে। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নাগা কিংবা শোভিতা। এদিকে সামান্থা শান্তির খোঁজে পাড়ি দিয়েছেন রাজস্থানে। রণথম্বোরের জঙ্গলে একাকী ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। তাতেই আবার নেটিজেনের মন্তব্য, ‘প্রকৃতি সমস্ত ব্যথা নিরাময় করে।’ এর আগে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের গোয়ায় নাগা ও সামান্থা দুই রীতি মেনে বিয়ে সেরেছিলেন। চার বছরের দাম্পত্যের পর ২০২১ সালের অক্টোবরে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন নাগা।