অলিম্পিক
বিশ্বরেকর্ড গড়লেন সিডনি

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
প্যারিস অলিম্পিকে স্বর্ণ জয়ের দৌড়ে সমান তালে এগোচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র। দুদলই ৩৫টি করে সমান স্বর্ণ জিতলেও রৌপ্য ও ব্রোঞ্জ জয়ে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেড় মাসও পেরোয়নি, এর মধ্যেই নতুন করে বিশ্বরেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলাফলিন লেভরন। মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে ৫০.৩৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন এই অ্যাথলেট।
টোকিওতে গড়েছিলেন অলিম্পিক রেকর্ড, গত জুনে বিশ্বরেকর্ড মেয়েদের ৪০০ মিটার স্প্রিন্টে তাই ফেভারিট ছিলেন লেভরনই। প্যারিসে আরেকবার বিশ্বরেকর্ড গড়েই স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট। ৫০.৩৭ সেকেন্ড সময় নিয়েছেন লেভরন। ৩০ জুন আগের রেকর্ডটি গড়েছিলেন ৫০.৬৫ সেকেন্ডে। রুপা জিতেছেন আরেক মার্কিন অ্যাথলেট অ্যানা ককরেল (৫১.৮৭), ব্রোঞ্জ নেদারল্যান্ডসের ফেমকে বোলের (৫২.১৫)।
এদিকে ছেলেদের ১১০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ট হোলোওয়ে। ১২.৯৯ সেকেন্ডে রেস শেষ করেন তিনি। ১৩.০৯ সেকেন্ড নিয়ে তার স্বদেশি ড্যানিয়েল রবার্টস রুপা ও জ্যামাইকার রাশিদ ব্রোডবেল জেতেন ব্রোঞ্জ।
প্যারিসে পাকিস্তানের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন আরশাদ নাদিম। টোকিও অলিম্পিকে স্বর্ণজয়ী ভারতের নীরজ চোপরাকে পেছেন ফেলে জ্যাভেলিন থ্রোর স্বর্ণ জিতেছেন আরশাদ। স্বর্ণ জেতার দিনে রেকর্ডও গড়েছেন আরশাদ। ৯২.৯৭ মিটার পেরিয়ে নতুন অলিম্পিক রেকর্ডও গড়েছেন তিনি। তাতে ভেঙেছেন ২০০৮ সালে বেইজিংয়ে নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেনের ৯০.৫৭ মিটারের রেকর্ড। আরশাদের কাছে স্বর্ণ হারিয়ে রৌপ্য জিতেছেন চোপরা। তিনি ছুড়েছেন ৮৯.৪৫ মিটার। এই ইভেন্টে ৮৮.৫৪ মিটারে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স।
আরো পড়ুন: পাকিস্তানের প্রথম স্বর্ণ জিতলেন আরশাদ
ফুটবলে গত কয়েক বছর ধরেই উন্নতি করছে মরক্কো। এরই ধারাবাহিকতায় সাফল্য এসেছে অলিম্পিক গেমসে। পুরুষ ফুটবল ইভেন্টে ব্রোঞ্জপদক পেয়েছেন আশরাফ হাকিমিরা। মিসরকে গতকাল ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে পদক পেয়েছে মরক্কো। বিজয়ীদের পক্ষে জোড়া গোল করেন সুফিয়ান রাহিমি। অধিনায়ক হাকিমি ফ্রি-কিক থেকে চমৎকার এক গোল করেন। বাকি তিনটি করেন আকরাম নাকাচ, বিল্লাল খান্নাউস ও আবদে এজ্জাজৌলি।
মেয়েদের কুস্তির ইতিহাসে অন্যতম সেরাদের কাতারে নাম লিখিয়েছেন জাপানের আকারি ফুজিনামি। টানা ১৩০ ম্যাচ জিতে প্যারিসে যাওয়া ফুজিনামি প্যারিসে মেয়েদের ফ্রিস্টাইল কুস্তির ৫৩ কেজি বিভাগে টানা চার ম্যাচে জয় পেয়ে জিতে নিয়েছেন স্বর্ণ। গতকাল ফাইনালে ইকুয়েডরের লুনিয়া ইয়ামিলেথ ইয়েপেজ গুজমানকে ১০-০ পয়েন্টে হারিয়ে প্রথম অলিম্পিক পতক জিতেছেন ফুজিনামি।
সিন নদীতে গতকাল মেয়েদের ম্যারাথন সাঁতারে স্বর্ণ জিতেছেন নেদারল্যান্ডসের শ্যারন ফন রুভেনডাল সময় নিয়েছেন ২ ঘণ্টা ৩ মিনিট ৩৪.২ সেকেন্ড। ২ ঘণ্টা ৩ মিনিট ৩৯.৭ সেকেন্ড সময় নিয়ে এ ইভেন্টে দ্বিতীয় হয়ে রুপা জিতেছেন অস্ট্রেলিয়ার মোয়েশা জনসন। ব্রোঞ্জপদক দখলে নেয়া ইতালির গিনেয়েভ্রা তাদুয়েচ্চি সময় নিয়েছেন ২ ঘণ্টা ৩ মিনিট ৪২.৮ সেকেন্ড সময়।