×

প্রথম পাতা

পাকিস্তান সফর

সাকিবকে নিয়েই ঘোষণা হলো দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাকিবকে নিয়েই ঘোষণা হলো দল
   

শেখ হাসিনা সরকারের পতনের পর সাকিবের দেশে ফেরা ও দলে থাকা নিয়ে আলোচনার মধ্যেই তাকে রেখে পাকিস্তানের সফরের দুই টেস্টের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ দল। এই সফরে ২১ ও ৩০ আগস্ট টেস্ট ম্যাচ খেলবে লাল সবুজ জার্সিধারীরা। চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফিরেছেন। তাসকিন আহমেদও শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে ছিলেন। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দলে আছেন আছেন এই পেসার। শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার শাহাদাত হোসেন।

সাকিবের টেস্ট দলে থাকা না থাকা নিয়ে গুঞ্জন ছিল। অবশেষে তাকে নিয়েই দল ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। বৈষম্যবিরোধী আন্দোলনে সাকিবের নীরব ভূমিকা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দলে থাকবেন কি না- এনিয়ে নানা প্রশ্ন তৈরি হয়। ছাত্রদের অনেকেই মনে করেন, সাকিবকে দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক। ফলে এই নির্বাচক প্যানেল প্রচণ্ড চাপে ছিল। তারপরও তাকে রেখেই দলের তালিকা জমা দিয়েছিল তারা। শেষ পর্যন্ত বোর্ডের অনুমোদন সাপেক্ষে সাকিবকে নিয়েই দল ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণে পাকিস্তানে দুই টেস্ট সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শঙ্কা কেটে গেছে। আজ পাকিস্তানে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তর দল। তবে পূর্বপরিকল্পিত সময়ের পাঁচ দিন আগেই রওনা হচ্ছে তারা। মূলত অনুশীলন ঘাটতির কারণে বিসিবি একটু আগে ভাগে পাকিস্তান যাওয়ার এমন সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচক প্যানেলের দেয়া পাকিস্তান সিরিজের দলে সাকিব থাকলেও তিনি কানাডা থেকে দুবাই হয়ে দলের সঙ্গে সরাসরি পাকিস্তানে যোগ দেবেন। ১৬ সদস্যের দলে বিশেষজ্ঞ ব্যাটার ৭ জন (উইকেটরক্ষক লিটন দাসসহ)। অলরাউন্ডার দুজন-সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। পেস বোলার রয়েছেন পাঁচজন-শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। বিশেষজ্ঞ স্পিনার দুজন- নাঈম হাসান এবং তাইজুল ইসলাম।

বাংলাদেশ টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App