প্যারিস অলিম্পিক
শেষদিনে জমে উঠল পদকের লড়াই

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

স্বর্ণপদক জয়ের দৌড়ে ১৬ দিনের মোট ৩১৭টি স্বর্ণের লড়াই সম্পন্ন হয়েছে এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত। চীন ৪০ স্বর্ণ, ২৭ রৌপ্য ও ২৪ ব্রোঞ্জসহ ৯১ পদক নিয়ে শীর্ষে রয়েছে। ৩৮ স্বর্ণ, ৪৩ রৌপ্য ও ৪৩ ব্রোঞ্জসহ ১২৪ পদক নিয়ে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে রয়েছে। জাপান ১৯ স্বর্ণ, ১২ রৌপ্য ও ১৩ ব্রোঞ্জসহ ৪৪ পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। চতৃর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ১৮ স্বর্ণ, ১৯ রৌপ্য ও ১৬ ব্রোঞ্জসহ ৫৩ পদক জিতেছে। গতকাল শেষ দিনে ১৩টি স্বর্ণপদকের ফয়সালা শেষে বোঝা যাবে চীন নাকি যুক্তরাষ্ট্র- শীর্ষে অবস্থান করছে কে।
নারীদের ৭১ কেজি ভারোত্তলনে দুই যুগ পর যুক্তরাষ্ট্রকে স্বর্ণপদক এনে দিয়েছেন ২১ বছর বয়সি ভারোত্তলক অলিভিয়া রিভেস। এখনো কলেজের গণ্ডি পেরোননি রিভেস। পড়াশোনা করছেন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের চাট্টানুগার একটি কলেজে। সেই তিনিই গতকাল মেয়েদের ৭১ কেজি ইভেন্টে অলিম্পিক রেকর্ড গড়েছেন।
প্রতিযোগিতার স্নাচে রিভেস তোলেন ১১৭ কেজি। অলিম্পিকের এই ইভেন্টে এত আগে এত ওজন তুলতে পারেননি কোনো নারী ভারোত্তলক। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১৪৫ কেজি। সব মিলিয়ে তোলেন ২৬২ কেজি। ভারোত্তলনে দেশটির হয়ে রিভেসের আগে সর্বশেষ স্বর্ণ জিতেছিলেন টারা কানিংহাম। ২০০০ সালে সিডনি অলিম্পিকে ৪৮ কেজি ইভেন্টে স্বর্ণ জেতেন তিনি।
বিশ্বব্যাপী মেয়েদের ফুটবলকে ছড়িয়ে দিতে যে কয়জনের অবদান আছে তাদের অন্যতম ব্রাজিলের মার্তা। ৩৮ বছর বয়সি এই ব্রাজিলিয়ান ফুটবলারের সুযোগ ছিল ক্যারিয়ারের শেষটা অলিম্পিকে স্বর্ণ জিতে রাঙানোর। তবে তার সেই স্বপ্ন অধরাই থেকে গেল। মেগা ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ফের অলিম্পিকে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা।
পার্ক দে প্রিন্সেসে অলিম্পিকসের নারী ফুটবলে আরো একবার স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। ফাইনালে ১-০ গোলে ব্রাজিলকে হারিয়েছে তারা। দলের হয়ে একমাত্র গোলটি করেন ম্যালোরি সোয়ানসন। মেয়েদের ফুটবলে সবচেয়ে বেশি স্বর্ণজয়ের রেকর্ড যুক্তরাষ্ট্রের ছিল। এবারের জয়ে পাঁচ স্বর্ণে রেকর্ড আরো সমৃদ্ধ করল তারা।
প্যারিস অলিম্পিকে ডাইভিংয়ের শেষ স্বর্ণটিও জিতেছে চীন। গতকাল ছেলেদের ১০ মিটার প্ল্যাটফর্মের ফাইনালে চীনকে এবারের অলিম্পিক ডাইভিংয়ে অষ্টম স্বর্ণ এনে দিয়েছেন ইউয়ান কাও। এবার আট ইভেন্টের আটটিতেই স্বর্ণ জিতে ইতিহাস গড়েছে চাইনিজরা গতবার টোকিওতে ও ২০১৬ সালে রিওয়ে আট ইভেন্টের মধ্যে সাতটিতে স্বর্ণ জিতেছিল চীন।
টোকিওতেও স্বর্ণ জেতা কাও গতকাল পেয়েছেন ৫৪৭.৫০ পয়েন্ট। ৫০৭.৬৫ পয়েন্ট পেয়ে রুপা জিতেছেন জাপানের রিকুতো তামাই। অলিম্পিক ডাইভিং ইতিহাসে জাপানের এটিই প্রথম পদক। ৪৯৭.৩৫ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রেট ব্রিটেনের নোয়াহ উইলিয়ামস।