পাকিস্তানের ‘ডন’ এ প্রতিবেদন প্রকাশ
শ্যামল দত্তসহ সাংবাদিকদের আটকের ঘটনায় উদ্বেগ সিজেএর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

শ্যামল দত্ত
ভোরের কাগজ সম্পাদক এবং সিজেএর ভাইস প্রেসিডেন্ট শ্যামল দত্তকে গত ১৫ সেপ্টেম্বর অজ্ঞাত জঙ্গিরা অপহরণ করার ঘটনায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ)। গত ১৯ সেপ্টেম্বর সিজেএর নির্বাহী কমিটি এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানায় বলে গত শনিবার পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘ডন’ এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।
ডন এর ওই প্রতিবেদনে বলা হয়, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (সিজেএ) নির্বাহী কমিটি এক বিবৃতিতে আরো দুই সাংবাদিকসহ শ্যামল দত্তকে অপহরণের ঘটনা তুলে ধরে বলেছে, অথচ পুলিশ তাদের আটক করেছে ও পরে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে। ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বর্তমানে ৭ দিনের রিমান্ডে রয়েছেন বলে সিজেএর বিবৃতিতে বলা হয়েছে। এতে আরো বলা হয়, শ্যামল দত্ত ৫২ সাংবাদিকের একজন যাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছে। গত ৭ সপ্তাহে অন্তত ৫ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
সিজেএর নির্বাহী কমিটির বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা এসব হত্যাকাণ্ড, সহিংস হামলা, ভয়-ভীতি প্রদর্শন ও গ্রেপ্তারকে বাংলাদেশে গণমাধ্যমের আইনসঙ্গত স্বাধীনতা পরিস্থিতির প্রতি চরম হুমকি হিসেবে গণ্য করি। আমরা শ্যামল দত্ত ও গ্রেপ্তারকৃত অপর সাংবাদিকদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার নিশ্চিতের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে তাদের প্রতি যেন অন্যায়-অবিচার না করা হয় তাও নিশ্চিতের আহ্বান জানাচ্ছি।’