×

প্রথম পাতা

স্মৃতিসৌধ থেকে আ.লীগের : নেতাকর্মী আটক

Icon

মো. আজিম উদ্দিন, সাভার থেকে

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্মৃতিসৌধ থেকে আ.লীগের : নেতাকর্মী আটক

ছবি:সংগৃহীত

   

বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আওয়ামী লীগের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য পলাতক সাইফুল ইসলামের কর্মী মিল্টন। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবর রহমানের নেতৃত্বে সাভারের সাবেক সংসদ সদস্য পলাতক সাইফুল ইসলামের কর্মীরা স্মৃতিসৌধে আসেন। এ সময় পরিদর্শন ছাউনির পাশে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। পরে ডিবি পুলিশ সামনে দিকে এগিয়ে গেলে তারা ফুলের তোড়া থেকে আওয়ামী লীগ লেখা ছিঁড়ে ফেলার চেষ্টা করে। এ সময় আশুলিয়া থানাপুলিশ ৮ জন নেতাকর্মীকে আটক করে। তখন কয়েকজনকে পালিয়ে যেতে দেখা গেছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, তারা মূলত নাশকতা করার জন্যই আসছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উপরের নির্দেশে সকাল থেকেই পুলিশের একাধিক টিম সিভিল পোশাকে বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে। সন্দেহজনক কিছু চোখে পরলে উপর মহলে জানানোর নির্দেশ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App